পাইকগাছায় স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার

 পাইকগাছা প্রতিনিধি:::: পাইকগাছায় যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার স্ত্রী মামলা করেছিলেন স্বামীর বিরুদ্ধে। এ মামলায় গতকাল শনিবার রাতে স্বামী গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা পাইকগাছা থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, পৌর সদরের মো. মেছের আলী সানার মেয়ে শারমিন আক্তারের
সঙ্গে উপজেলার চাঁদখালী ইউনিয়নের চক কাওলী গ্রামের নজরুল গাজীর ছেলে গোলাম কিবরিয়ার বিয়ে হয়। তারপর থেকে নজরুল বিভিন্নভাবে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে। শারমিন বাবার কাছ থেকে দফায় দফায় প্রায় ৭ লাখ টাকা স্বামীকে দেন। আর টাকা দিতে পারবেন না বলে জানালে ২৩ জুন শারমিনকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করেন। এ সময় তাঁর বাম কানের লতি ছিঁড়ে যায়। সেখানে ছয়টি সেলাই দেন
চিকিৎসক। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন শারমিন। মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান আরও বলেন, ওই মামলায় শনিবার রাতে স্বামী কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top