ঘাতক বাস ও ভ্যান পুলিশ হেফাজতে পাইকগাছায় বাসের ধাক্কায় নানী-নাতি নিহত আহত-৩

পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় যাত্রিবাহী বাসের ধাক্কায় অপর যাত্রিবাহী ইঞ্জিন ভ্যানের দু’ আরোহী নিহত ও ৩ জন আহত হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার কপিলমুনি ইউপি’র শেষ সিমানা কাশিমনগর শ্মশ্বান ঘাটস্থ পাইকগাছা-খুলনা সড়কে দুর্ঘটনায় পড়ে এ হতা-হতের ঘটনা ঘটে। নিহত সায়েদা বেগম (৬৫) সাতক্ষিরা জেলার তালা থানার নলতা গ্রামের মৃতঃ,দলিল উদ্দীন খাঁর স্ত্রী ও সবুজ ওরফে

 

সাজিব(২০) পাইকগাছা উপজেলার হরিঢালীর আজিজুল গাজীর ছেলে। এরা সম্পর্কে নানী ও নাতি আহতরা হলেন, তালা থানার নলতা গ্রামের করিম খাঁনের ছেলে মেহেদী হাসান (২০) একই থানার গঙ্গারামপুরের মৃতঃ,হাসেম আলীর স্ত্রী আনোয়ারা বেগম( ৭০) ও জালালপুরের ইসলাম মোড়লের স্ত্রী ইতি বেগম (২৮)। জানাগেছে, ঈদের পর সাজেদা বেগম তার নাতি সাজিবকে নিয়ে বাড়ী থেকে হরিঢালীতে জামাইয়ের বাড়ীতে

 

আসছিল। পুলিশ জানিয়েছে, দুর্ঘনাস্থলে সায়েদা বেগমের মৃত্যু ঘটে ও পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষিরার একটি হাসপাতালে সাজিবের মৃত্যু হয়। অন্য আহতরা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। ঘটনার পরেই বাস চালক পালিয়ে যায়। খবর পেয়ে কপিলমুনি ক্যাম্প পুলিশসহ থানার ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পাইকগাছা উদেশ্যে খুলনা থেকে ছেড়ে আসা

 

যাত্রিবাহী বাসের ব্রেক ফেল করলে ভ্যান চালক তা হয়তো বুঝতে পারেনি। এক পর্যায়ে বাসের নিয়ন্ত্রন হারিয়ে পিছন থেকে যাত্রিবাহী ইঞ্জিন ভ্যানে ধাক্কা মারলে এ হতাহতের ঘটনা ঘটে। ঘাতক বাস ও ক্ষতিগ্রস্থ ইঞ্জিন ভ্যান পুলিশ হেফাজতে রয়েছে। তবে ঘটনার পরেই বাস চালক পালাতক। জানাগেছে, এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ এজাহার দাখিল করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top