খান মেহেদীঃ বাকেরগঞ্জ উপজেলার সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র পক্ষ থেকে ঈদুল আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনীর এবং শুভেচ্ছা বিনিময় বাকেরগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে ১ জুলাই সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন গর্বের বাকেরগঞ্জের কেন্দ্রীয় কমিটি, বাকেরগঞ্জ উপজেলা শাখা কমিটি, বরিশাল শাখা কমিটি, গাজীপুর শাখা কমিটি এবং নারায়ণগঞ্জ শাখা কমিটির নেতৃবৃন্দ।
এছাড়াও সংগঠনের বিপুল সংখ্যক সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং শুভানুধ্যায়ীরা ঈদ পুনর্মিলনীতে অংশগ্রহণ করেন। ঈদ পুনর্মিলনীর আলোচনা সভার শুরুতেই সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক কে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বাকেরগঞ্জ সরকারি কলেজে ঈদ পুনর্মিলনীর আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।