বাগেরহাট প্রতিনিধিঃ রথ উল্টা টেনে মূল মন্দিরে নিয়ে আসার মধ্য দিয়ে বাগেরহাট সদরের লাউপালায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ১১ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শেষ হয়েছে। শনিবার ( ১লা জুলাই )সকালে আচার অনুষ্ঠানের মাধ্যমে এ রথযাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়। লাউপালা শ্রীশ্রী গোপাল জিউর মন্দির রথযাত্রা উৎসব কমিটির সভাপতি অমিত রায় জানান,
এর আগে শুক্রবার বিকালে ধর্মী আচার অনুষ্ঠানের পর শোভাযাত্রা মাধ্যমে রশি টেনে শ্রী শ্রী জগন্নাথদেবের বিশাল রথটি লাউপালা গোপাল জিউর মূল মন্দিরে ফিরিয়ে আনেন শতশত সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা। রথ মূল মন্দিরে ফিরিয়ে আনার নামই হচ্ছে উল্টো রথযাত্রা।
এসময়ে লাউপালা শ্রীশ্রী গোপাল জিউর মন্দির রথযাত্রা উৎসব কমিটির সভাপতি অমিত রায়সহ হিন্দু কমিউনিটির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত ২০ জুন লাউপালায় শত বছরের এই রথযাত্রা উৎসবের উদ্ধোধন করেন পুলিশ সুপার কে এম আরিফুল হক। লাউপালা শ্রীশ্রী গোপাল জিউর মন্দিরে উল্টো রথযাত্রা উপলক্ষে শুক্রবার সকাল থেকে হরিনাম কীর্তন, শ্রীমৎভগবত গীতা পাঠ, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, ভাগবত পাঠসহ বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতাসহ মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। সনাতন হিন্দু
ধর্মাবলম্বীদের মতে, শ্রী শ্রী জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছে ঈশ্বর। তাই জগন্নাথ হলেন জগতের ঈশ্বর। তার কৃপায় মানুষের মুক্তি লাভ হয়। এই ধর্মীয় বিশ্বাস থেকেই কাঠের তৈরী বিশাল রথের উপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তীথিতে মূল মন্দির থেকে রশি দিয়ে টেনে বাইরে আনার মাধ্যমে রথযাত্রা উৎসব শুরু হয়। ১১দিন পর রশি দিয়ে টেনে বাইরে থেকে রথপি মূল মন্দিরে ফিরিয়ে আনা হয়।