খানজাহান আলী থানা প্রতিনিধিঃ অনুষ্ঠিত হয়ে গেলে খুলনার দীর্ঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি- ১৯৯৬ ব্যাচের পুনর্মিলনী। ঈদুল আযহার পরের দিন ৩০ জুন শুক্রবার জমকালো আয়োজনে দিনটিকে স্বরনীয় বরনীয় করতে স্বল্প সময়ে বৈরী আবহাওয়ার মধ্যে দিয়েও আয়োজনের যেন কমতি ছিলনা অনুষ্ঠানে। দীর্ঘ ২৭ বছর পর প্রিয় এই ক্যাম্পাসে শিক্ষার্থীরা একত্রিত হতে পেরে আনন্দ উল্লাস আর জমজমাট আড্ডার মেতে উঠে। ভালোবাসার টানে কৈশোরের সেই স্বার্ণালী দিনের স্মৃতি ফিরে পেতে দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে এসে মিলিত হয় পূর্ণমিলনীর মিলনমেলায়। বন্ধুদের মধ্যে ভালোবাসার বন্ধন চির অটুট রাখার প্রত্যয় এবং আগামী ২০২৬ সালে জমকালো
আয়োজনে দ্বিতীয় পুনর্মিলনীর আয়োজনের প্রত্যয় নিয়ে প্রথম পুনর্মিলনী থেকে স্ব-স্ব গোন্তব্যে ফিরে যান বিদ্যালয়ের প্রাক্তন ১৯৯৬ এসএসসি ব্যাচের এ সকল শিক্ষার্থীরা। র্দীঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের প্রথম পুনর্মিলনী উপলক্ষে দেশের বিভিন্ জেলা থেকে আগত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে ডাক্তার,ইঞ্জিনিয়ার,শিক্ষক,সাংবাদিক, জনপ্রতিনিধি, কৃষিবিদ, ক্রিড়াবিদ, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি চাকুরীজীবিসহ বিভিন্ন পেশায় নিয়োজিত এ সকল শিক্ষার্থীদের পদচারনায় বিদ্যালয় প্রাঙ্গন উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ বিরাজ করে। ছেলেবেলার শিক্ষক ও সহপাঠী বন্ধুকে দীর্ঘদিন পর কাছে পেয়ে আবেগ আব্লুত হয়ে পড়ে তারা। এক সময়ের প্রিয় বন্ধু সহপাঠীদেরকে ২৭ বছর পর কাছে পেয়ে তারা একে অপরকে জড়িয়ে ধরেন।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এসএসসি ৯৬ ব্যাচের উদ্যোগে ৩০জুন শুক্রবার বিকালে কোরআন তেলায়াত, গীতা ও বাইবেল পাঠ এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রথম পুনর্মিলনীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি ও দীর্ঘলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাষ্টার খান নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক মাও, মুজিবুর রহমান, মাষ্টার আব্দুল খালেক হাওলাদার, পরিতোষ কুমার পাল, রাধারানী মন্ডল, বিবেকানন্দ, বিদ্যালয়ের শিক্ষক ঋর্ণা খাতুন। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বিদ্যালয়ের ৯৬ ব্যাচের কৃর্তি শিক্ষার্থী বাংলাদেশ সুপ্রিম কোটের সহকারী রেজিষ্ট্রার এম এম মোর্শেদ, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, চ্যানেল টুয়েন্টি ফোর ও জাতীয় দৈনিক সমকালের খুলনা ব্যুরো
প্রধান মামুন রেজা, দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোল্যা ফিরোজ হোসেন, অগ্রিণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক খান আরিফুর রহমান, এশিয়ান পেইন্টিং এর এরিয়া ম্যানেজার কামরুল ইসলাম, সহ বিদ্যালয়ের শিক্ষক, এসএসসি ৯৬ ব্যাচের শিক্ষার্থী ও অনান্যরা উপস্থিত ছিল। ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের এস এস সি ৯৬ ব্যাচের ২৭ বছর পর পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা স্মৃতিচারণ পর্বে অভিমত ব্যক্ত করার সময় তারা আবেগ আব্লুত হয়ে পড়ে। প্রত্যেকেই তাদের বক্তৃতায় এ ধরনের আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। আয়োজক কমিটি আগামী ২০২৬ সালে দ্বিতীয় পুনমিলনী জমকালো আয়োজনে করার প্রত্যায় ব্যক্ত করেন। পরে প্রিয় শিক্ষক ও প্রাক্তন সহপাঠিদের ফটো সেশনে মেতে উঠে মিলনমেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা।