ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন

রিপোর্ট :ইমাম বিমানঃ ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলাধীন বিষখালি নদী ভাংঙ্গন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মানের দাবিতে নদী তীরবর্তী ভাঙ্গন কবলিত স্থানীয় বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করে। ১ জুলাই শনিবার দুপুর সাড়ে বারটার সময় উপজেলার আমুয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা হাওলাদারের নেতৃত্বে সোনাউটা দাখিল মাদ্রাসার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৩ ও ৬ নং ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে লেবুনিয়া খাল হতে মরহুম বারেক

খান চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত বিষখালী নদীর তীরে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে এ মানববন্ধন করেন।
এ সময় বক্তারা বলেন, বর্ণিত এলাকায় বেড়ীবাঁধ না থাকায় অনেক বসতবাড়ি, মসজিদ, মন্দির, রাস্তাঘাট ও ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়েছে। প্রতি বছর বর্ষায় জোয়ারের পানি এলাকার নিম্নাঞ্চলে প্লাবিত হয়ে পুকুরের মাছ ও ক্ষেতের ফসলাদির ব্যাপক ক্ষতিসাধন করে। এ বিষয়ে আশু পদক্ষেপ গ্রহণের জন্য তারা পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top