এলএলবি পরীক্ষায় বাবা ও এমবিবিএস ভর্তি পরীক্ষায় মেয়ে উত্তীর্ণ

সেলিম মাহবুব, ছাতকঃ শিক্ষার কোনো শেষ নেই, শুধুমাত্র প্রাতিষ্ঠানিকভাবে মানুষ শিক্ষার্জন করেনা। দোলনা থেকে কবর পর্যন্ত রয়েছে শিক্ষার্জনের বিভিন্ন ক্ষেত্র। আর এজন্যে বয়স বিবেচ্য নয়, প্রয়োজন ঐকান্তিক আগ্রহ এবং চেষ্টার। সে আগ্রহেরই এক চমক দেখালেন ছাতক থানার সাবেক পুলিশ কর্মকর্তা হারুনুর রশীদ চৌধুরী। চলতি জুন মাসে এলএলবি ফাইনাল পরীক্ষার প্রকাশিত ফলাফলে তিনি দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন। পেশাগত পরিচিতিতে পুলিশ কর্মকর্তার পাশাপাশি হারুনুর রশীদ চৌধুরী এখন একজন আইনজীবিও। শিক্ষা জীবনের

শুরুতে প্রথম সনদ অর্জন করেন তিনি ১৯৯৩ সালে প্রকাশিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে। এরপর একে-একে বাড়তে থাকে শিক্ষার বিভিন্ন শ্রেণী অতিক্রম।সর্বশেষ চাকুরী জীবনের শেষাংশে এসে উত্তীর্ণ হন এলএলবি ফাইনাল ক্লাস। হারুনুর রশীদ চৌধুরী বর্তমানে কর্মরত রয়েছেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায়। পেশাগত দায়িত্ব পালনকালে হারুন চৌধুরী রেখেছেন দক্ষতার স্বাক্ষর। অর্জন করেছেন পুলিশের উচ্চপদস্থ পদক। পেয়েছন একাধিক সম্মাননা ক্রেষ্ঠ ও সংবর্ধনা। এদিকে, পুলিশ কর্মকর্তা হারুনুর রশীদ চৌধুরীর মেয়ে

মেধাবী শিক্ষার্থী শাম্মি চৌধুরী ও এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিলেটের জালালাবাদ রাগীব- রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির সুযোগ পেয়েছে। পরে মাইগ্রেশনের মাধ্যমে ঢাকা আনোয়ার খাঁন মেডিকেল কলেজ হাসপাতালে পড়ালেখার সুযোগ পেয়েছে। শাম্মি চৌধুরী জে এস সিতে এবং এস এস সি ও এইচ এস সি”তে গোল্ডেন জিপিএ লাভ করে কৃতিত্বের সাথে স্বাক্ষর রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top