রূপসায়”চোরাই মোটরসাইকেল সহ দুইজনকে গ্রেফতার

মোল্লা জাহাঙ্গীর আলম খুলনাঃ খুলনা জেলার রূপসা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চোরাইকৃত ৮টি মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে দুইজনকে।
তার মধ্যে তিনটি গাড়ির মালিকানা দাবি করে থানায় যোগাযোগ করেছেন তিনজন । গ্রেফতারকৃত দুইজন হলেন আল মুজাহিদ সৌরভ (২৭) পিতা -মোঃ এবাদত আলী শিকদার গ্রাম -কাকডাঙ্গা থানা-কটলীপাড়া এপি-তালিমপুর তফসিল অফিসের পেছনে হাজী সাহেবের বাড়ির ভাড়াটিয়া(দুই মাস যাবত ভাড়া থাকে)

অপর জন মোঃ রজব আলী সরদার (৩৫) পিতা- মৃত এবাদুল্লাহ সরদার সাং- বাগমারা কামাল চেয়ারম্যানের বাড়ির পাশে থানা-রূপসা, জেলা-খুলনা। চোরাইকৃত মোটরসাইকেল ফিরে পাওয়ায় থানা পুলিশের ওসি মো: শাহিন, ওসি তদন্ত মোঃ সিরাজুল ইসলাম,থানা সেকেন্ড অফিসার আবুল কাইয়ুম, এসআই আসাদুজ্জামান,এ এস আই অলিভ সহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top