হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু

 হিলি প্রতিনিধি  ::::  দেশের বাজারে কাঁচা মরিচের দাম স্বাভাবিক রাখতে দীর্ঘ ১০ মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় ভারত থেকে কাঁচা মরিচ বোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এর কার্যক্রম শুরু হয়। সততা বানিজ্যালয় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান কাঁচামরিচগুলো আমদানি করেছেন। এদিকে

 

আমদানির খবরে আজ হিলি বাজারে ২২০ টাকার কাঁচা মরিচ কেজিতে ৪০ টাকা কমে ১৮০ টাকায় বিক্রয় হচ্ছে। স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারি ইউসুফ আলী জানান, গত বছরের ২৪ আগস্ট থেকে থেকে কাঁচা মরিচের আমদানি বন্ধ ছিল। কিন্তু দেশের বাজারে অস্বভাবিক ভাবে দাম বৃদ্ধির পর গতকাল রবিবার (২৫ জুন) সরকার আবারও কাঁচামরিচ আমদানির অনুমতি দেয়। এবং পরদিন অজ

 

সোমবার থেকে আমদানি শুরু হয়েছে। তিনি আরো জানান, হিলি স্থলবন্দরের ৬ টি আমদানি কারক প্রতিষ্ঠান ইতো মধ্যে ২ হাজার ৫শ’ মেট্রিকটন আমদানির অনুমতি পত্র (আইপি) পেয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top