সিবিএ কর্তৃক মিথ্যা অভিযোগে আইনি জটিলতায় আটকে যায় ২য় কিস্তি শিরোমণি জুট স্পিনার্সের শ্রমিক-কর্মচারীদের কিস্তির টাকা প্রদান, পরবর্তি দুই কিস্তির টাকা চুক্তি অনুযায়ী যথা সময়ে দেওয়ার আশ্বাস

খানজাহান আলী থানা প্রতিনিধিঃ শিরোমণি জুট স্পিনার্সের শ্রমিক-কর্মচারীদের দ্বিতীয় কিস্তির প্রায় এক কোটি টাকা পরিশোধের কার্যক্রম শুরু হয়েছে যা চলবে আজ মঙ্গলবারও। গতকাল সোমবার দুপুরে বি-শিপটের শ্রমিক রমেন্দ্রনাথের দ্বিতীয় কিস্তর ২৭ হাজার ৫৫টাকা প্রদানের মধ্য দিয়ে এ কার্যাক্রম শুরু হয়। সিবিএ সভাপতি মো. শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদের মিথ্যা

 

অভিযোগে আইনি জটিলতায় আটকে যায় দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধের কার্যক্রম। চুক্তি অনুযায়ী পরবর্তি দুই কিস্তির টাকাও যথা সময়ে পরিশোধের আশ্বাস দিলের মিল কর্তৃপক্ষ। খুলনা শ্রম পরিচালক  মিজানুর রহমানের হস্তক্ষেপে গত ২৫ জুন রবিবার খুলনা শ্রম পরিচালকের দপ্তরে ত্রি-পক্ষিয় বৈঠকের এক পর্যায়ে জুট স্পিনার্স লিঃ এর প্রধান কার্যালয়ের মহা-ব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হক মুরাদের সাথে মোবাইলে

 

যোগাযোগ করেন শ্রম পরিচালক মো. মিজানুর রহমান। বৈঠকে মালিক পক্ষের সাথে আলোচনায় শ্রম আদালতের ১৬৮/১৮ নং মকদ্দমা প্রত্যাহারের আশ্বাস প্রদান করেন শ্রম পরিচালক । বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মিল মালিক পক্ষের সাথে সিবিএ’র চুক্তির দ্বিতীয় কিস্তির পাওনা টাকা পরিশোধের কার্যক্রম গতকাল সোমবার দুপুর থেকে শুরু হয়। মিলের উর্ধতন নির্বাহী কর্মকর্তা (প্রশাসন) মো. হাবিবুর রহমান বাচ্চু

 

মিলের বি শীফটের রমেন্দ্রনাথের হাতে দ্বিতীয় কিস্তির ২৭ হাজার ৫৫টাকা তুলে দিয়ে দ্বিতীয় কিস্তির পাওনা পরিশোধের কার্যক্রম শুরু করে। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, মিলটি চালুর জন্য মিলের মহা-ব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হক মুরাদ ও প্রধান অর্থ কর্মকর্তা তোফাজ্জেল হোসেন ভূইয়া অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন । সিবিএ’র সাথে করা চুক্তি অনুয়ায়ী মিলের শ্রমিক কর্মচারীদের চুক্তির

 

প্রথম কিস্তির টাকা পরিশোধ করা হয়েছে। দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধের আগেই মিলের সিবিএ সভাপতি মো. শহিদুল্ ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ দ্বয়ের মিথ্যা অভিযোগের পেক্ষিতে আইনি জটিলতায় দ্বিতীয় কিস্তির টাকা প্রদান আটকে যায়। গত ২৫ জুন শ্রম পরিচালকের দপ্তরে ত্রি-পক্ষিয় বৈঠকের আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী চুক্তির আওতায় থাকা প্রায় ৮৩১জন শ্রমিক কর্মচারীর মাঝে

 

দ্বিতীয় কিস্তির প্রায় এক কোটি টাকা পরিশোধ করার কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি জানান দুই কিস্তিতে প্রায় দুই কোটি টাকা প্রদান করা হবে। সব কিছু ঠিক ঠাক থাকলে চুক্তির শর্ত অনুয়ায়ী ৩য় ও ৪র্থ কিস্তির টাকা যথা সময়ে পরিশোধ করা হবে। শ্রমিকদের কিস্তির টাকা প্রদান অনুষ্ঠানে সিবিএ’র সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ সিবিএ’র একাংশ উপস্থিত ছিল না। এর আগে মিলের প্রধান ফটকের মধ্যে সিবিএ’র

 

একাংশ এবং ননসিবিএ’র উদ্যোগে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়।শ্রমিক নেতা শেখ আবু তালেবের সভাপতিত্বে এবং মো. সাহেব আলীর পরিচালনায় বক্তৃতা করেন সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম, সহ-সভাপতি শাহ মো. মনিরুল ইসলাম, সিবিএ নেতা আসাদুজ্জামান আশা, শেখ ইকবাল হোসেন, গোলাম সরোয়ার, ইকবাল বিশ্বাস, শেখ কিসমত আলী, আল মামুন, খায়রুলসহ সিবিএ-ননসিবিএ’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় সিবিএ’র সভাপতি ও সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ উপস্থিত ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top