রিপোর্টার মিজানুর রহমানঃ গত ২৫ জুন ২০২৩ তারিখ র্যাব-৬ খুলনার স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বাগেরহাট জেলার বাগেরহাট সদর থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ রাতে বাগেরহাট জেলার বাগেরহাট সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। ফয়সাল মিয়া(২৭), ২। মোঃ জাহাঙ্গির আলম (৩৮),
উভয় থানা ও জেলা-কুমিল্লাদ্বয়কে গ্রেফতার করে। এ সময়ে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ৯০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনের একটি কাভার্ড ভ্যান উদ্ধার পূর্বক জব্দ করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বাগেরহাট জেলার সদর থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।