ছাতকে মহিলা কাউন্সিলরের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী

সেলিম মাহবুব, ছাতকঃ ছাতক পৌরসভার মহিলা কাউন্সিলর নুরেছা বেগমের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। হামলায় আহত মহিলা কাউন্সিলর নুরেছা বেগম বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। মহিলা কাউন্সিলর নুরেছা বেগম শহরের নোয়ারাই- ইসলামপুর এলাকার বাসিন্দা মৃত জহির আলীর স্ত্রী ও পৌরসভার ১,২,৩ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর। গত ৪ জুন রাত প্রায় ৯ টায় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে নুরেছা বেগমের উপর সশস্ত্র হামলা চালিয়ে তাকে কুপিয়ে তার নাক-মুখ সহ শরীরের বিভিন্ন স্থান ক্ষত-বিক্ষত করেছে। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর ও

তিনি এখনো সুস্থ হয়ে উঠেন নি। এ হামলার ঘটনায় গত ৯ জুন নূরেছা বেগম বাদী হয়ে জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা (নং ১০) দায়ের করেন। এর আগেও তিনি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে থানায় জিডি করেছেন। মহিলা কাউন্সিলর নুরেছা বেগমের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে এলাকায় মানববন্ধন, প্রতিবাদ ও সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ৪নং বাজার এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন,একজন নির্বাচিত জনপ্রতিনিধির উপর পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা করা হয়েছে, এখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। ঘটনার তিন সপ্তাহ অতিবাহিত হলেও অদ্যাবদি কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পৌরসভার কাউন্সিলর আফরোজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর হাজী নাজিমুল হক, রশীদ আহমদ খছরু, মহিলা কাইন্সিলর রত্না রানী মালাকার, সিমেন্ট ফ্যাক্টরির সিবিএ সভাপতি আব্দুল কদ্দুছ, কার্যকরী সভাপতি নুরুল আমিন, সাবেক কাউন্সিলর সুদীপ কুমার দে, মুক্তিযোদ্ধা সন্তান রুপিয়া বেগম,স্থানীয় মদরিছ আলী, আবু শামা, হাজী আব্দুল গফুর, হাজী আব্দুর রজাক ভানু, শুকুর মিয়া চৌধুরী, আমির আলী, ইদন আলী, শাহজাহান, আরিফ আহমদ, জুনায়েদ আহমদ প্রমুখ।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top