সাতক্ষীরায় স্ত্রীর মর্যাদা পেতে বিয়ের ডকুমেন্টস ভিত্তিহীন মিথ্যা মানববন্ধনের প্রতিবাদ জানিয়েছন মাসুদ খাঁন

 শফিয়ার রহমান পাইকগাছা খুলনা :::::   গত মঙ্গলবার (২০) জুন দুপুরে সাতক্ষীরায় স্ত্রীর মর্যাদা পেতে সাংবাদিক সম্মেলন করেন ইয়াসমিন আরা রিংকি নামের এক।নারী তাহার রেজিস্ট্রি বিয়ের কোন ডকুমেন্টস নাই তিনি অভিযোগ করেছেন তাকে স্ত্রীর মর্যাদা পাচ্ছেন না এবং চাকরি দেবে বলে ও দুই লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে আরো অভিযোগ করেন তার জীবনের উপর হুমকি দিচ্ছে প্রতিনিয়ত সাতক্ষীরা

 

পাটকেলঘাটা থানার নোওয়াকাটি গ্রামের হাজি  মজিবর খানের পুত্র  মাসুদ খানের বিরুদ্ধে। যাহা বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়। এই সব নিউজ মাসুদ খানের দৃষ্টিগোচর হয়। তিনি এই মিথ্যা, ভিত্তিহিন, বানোয়াট সাংবাদিক সম্মেলনের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেই সাথে  মাসুদ খান আরো অভিযোগ করে বলেন, আমার সাথে ঐ নারীর পরিচয় হয় দূরপাল্লার ঢাকায় যাওয়ার পথে একই গাড়িতে কিছু সময়

 

কথা তার সাথে, সে বলে তার বাড়ি সাতক্ষীরায়। এর পরে আর কিছুই জানি না পরে আমি নিজেকে আবিষ্কার করি কনো এক হাসপাতালে পরে তাকে দেখি আমার পাশে দাড়িয়ে সে বলে আমি নাকি অসুস্থ হয়ে পড়েছিলাম গাড়ির ভিতরে। তারপরে সে নাকি আমাকে হাসপাতালে এনে চিকিৎসা করিয়েছে। এই ভাবে শুরু করে আমার সাথে প্রতারণার প্রথম ফাদ পাতা। আমার মোবাইল থেকে ঐ রাতে আমার নম্বর নিয়ে নেয়।

 

এবং আস্তে আস্তে দু এক দিন একটু একটু করে কথা বলতে শুরু করে। সাক্ষ্যতা গড়ার চেষ্টা করে,আমাকে ভাই বলে ডাকতো এবং আমার পরিবারের সাথেও সাক্ষ্যতা গড়ে তোলে ,আমাকে সে একদিন দাওয়াত দেয় এবং দেখা করতে বলে আমি গেলে আমাকে বিভিন্ন খাবার খেতে দেয় পরবর্তীতে যা খেয়ে ঘ্যান শুন্য হয়ে পড়ি , আমাকে নিয়ে বিভিন্ন ভাবে ছবি ও ভিডিও ধারন করেছে বেশ কয়েকদিন পর আমাকে হঠাৎ

 

করে ফোন দিয়ে বলে আপনি কোথায় আমার সঙ্গে একটু দেখা করতে পারবে আমি বলি না তোমার এই মুহূর্তে দেখা করার সময় নেই কিছু বলবেন তখন ইয়াসমিন আরা রিংকি, হুমকি দেয়। আমি বুজতে পারি নি সে আমাকে ব্ল্যাক মেইল করবে। সে নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিতো এবং বড় বড় লোকের সাথে তার ধরাচোরা আছে এই বলে আমার ছোট ভাইকে এবং আর এক জনকে চাকরি দিবে বলে ৩ লক্ষ টাকা

 

নেই সেই সাথে আমার মা বাবার ভোটার আইডি কার্ড ও তাদের সমস্ত কাগজ পত্র নেয়। পরে চাকরি না দিতে পারায় সেই টাকা ফেরত চায়লে বাধে বিপত্তি, শুরু করে আমাকে বিভিন্ন ভাবে ব্ল্যাক মেইল করা। আমার কাছ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ভয় দেখিয়ে টাকা নিয়েছে আমার ব্যবহৃত একটি ভিবো মোবাইল ফোনও নিয়ে নিয়েছে। আমাকে ও আমার পরিবারকে নিয়ে বাজে বাজে স্টাটার্স দিয়েছে বিভিন্ন সময় যা আমার

 

কাছে সংরক্ষিত আছে। আমার স্ত্রী ১ টা ৫/৬ বছরের মেয়ে সন্তান আছে ও আমার স্ত্রীর পেটে সন্তান আমি তাদের নিয়ে বেচে থাকতে চায়, আমি এবং আমার পরিবার প্রশাসনের কাছে এই দাবী জানায়, সঠিক তদন্ত পুর্বক এই নারী প্রতারক চক্রের মুলহোতার সঠিক বিচার হোক এবং আমার পরিবার এই নারী প্রতারকের হাত থেকে মুক্তি চায় ও ইয়াসমিন আরা রিংকি, মন্তব্য নেওয়ার জন্য বারবার তাকে ফোন দিলে তার ফোনে যোগাযোগ করলে তার ফোন রিসিভ হয় নাই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top