রানা মোল্লা দিঘলিয়া খুলনাঃ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিঘলিয়া ওয়াই এম এ ক্লাব কতৃক আয়োজিত সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সারর্কেল) মো: হাফিজুর রহমান। গতকাল রবিবার (২৫ জুন) বিকেলে ওয়াই এম এ ক্লাব মাঠের পশুর হাট পরিদর্শনে এসে সার্বিক খোজ-খবর নেন এবং হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের সাথে তিনি কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন-
দিঘলিয়া থানার অফিসার ইন চার্জ রিপন কুমার সরকার, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো: শহিদুল ইসলাম, হাট কমিটির আহ্বায়ক মওলানা মুজিবুর রহমান, সদস্য সচিব কে এম আসাদুজ্জামান, উপজেলা পশু কর্মকর্তা আরিফ হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কে এম তহিদুজ্জামান, মোসলেম হাওলাদার, শিমূল হাওলাদার, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, মেহেদী হাসান, আসলাম শেখ, শামসুল আলম প্রমূখ।