মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা):::: বরগুনার আমতলী উপজেলার এক হাজার কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি পুনঃবাসনের আওতায় পাঁচ হাজার নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস চত্ত¡রে কৃষি কর্মকর্তা সিএম রেজাঊর করিম এর সভাপতিত্বে ওই চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা
মুহাম্মদ আশরাফুল আলম। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাসেল, রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি হায়াতুজ্জামান মিরাজ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাঈদ খোকন প্রমুখ। সরকারীভাবে কৃষি পুনঃবাসনের আওতায় উপজেলার এক হাজার কৃষকদের মধ্যে প্রতিজন কৃষককে বিনামূল্যে পাঁচটি করে মোট পাঁচ হাজার নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে।