নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ২৫ জুন (রবিবার) দুপুরে নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের উত্তর শুখানগাড়ী গ্রামের হাবিবুরের ছেলে সাদিক (৫) পানিতে ডুবে মৃত্যু বরণ করে। স্থানীয়রা জানান, বাড়ির পাশে পুকুরের পাড়ে খেলতে গিয়ে পানিতে পরে ডুবে যায় সাদিক। সাথে থাকা শিশুদের চিৎকার শুনে লোকজন পানিতে নেমে খোঁজাখুঁজির
একপর্যায়ে পানির নিচে পড়ে থাকা অবস্থায় শিশুটিকে পায়। শিশুটিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃৃত ঘোষণা করেন। বুড়ইল ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মহিদুল ইসলাম (বাবু) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।