বাগেরহাটে নারী শিশু ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কেরজন্য দুইদিন ব্যাপী প্রশিক্ষন শুরু

 বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটে নারী শিশু ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কেরজন্য প্রনিত স্টান্ডার্ড অপারেটিং প্রসিডিউর প্রগ্রাম এর দুইদিন ব্যাপী প্রশিক্ষন শুরু হয়েছে। শনিবার সকালে বাগেরহাটে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণের উদ্ভোধন করেন বাগেরহাটের পুলিশ সুপার কে. এম. আরিফুল হক (পিপিএম) ইউএনএফপিএ এর অর্থায়নে আরআরএফ এর সহযোগীতায় এ প্রশিক্ষনে বাগেরহাটের ৯ টি থানার

 

নারী, শিশু ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক অফিসার বৃন্দ অংশ গ্রহন করেন।এ সময় ইউ এন এফ পি এ বাংলাদেশ টেকনিকাল অফিসার (জেন্ডার) রুমানা পারভিন, আর আর এফ এর পরিচালক (সকল প্রোগ্রাম) অরুন কুমার বিশ্বাস, প্রগ্রাম সমন্বয়কারী নারগিস আনিসা পিয়া উপস্থিত ছিলেন ।সম্পুর্ন প্রোগ্রাম এর কো অর্ডিনেশন করেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার, মো: রাসেলুর রাহমান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top