মোল্লা জাহাঙ্গীর আলম খুলনা :::: খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বর্তমান সরকার সকল ক্ষেত্রে সমান দৃষ্টি মেলে উন্নয়ন করে যাচ্ছে। এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গঠনের সুযোগ দানের আহ্বান জানান তিনি। দেশের উন্নয়নের ধারাবাহিকতার সাথে তাল
মিলিয়ে এখন উন্নয়নের মহাসড়কে রয়েছে রূপসা,তেরখাদা ও দিঘলিয়া উপজেলা । প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এভাবেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়ক। এই উন্নয়নের গতিকে আরও বেগবান ও গতিময় করতে হবে। আর তবেই বিশ্বের বুকে ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশ একটা উন্নত দেশে রূপান্তর হবে এবং ২০৩০ সালের মধ্যে একটা অন্যতম উচ্চ মধ্যম আয়ের দেশ হবে।’
তিনি আরো বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সরকার যেভাবে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছেন, তাতে এই লক্ষ্যে পৌঁছানো সম্পদ সম্ভব। আওয়ামী লীগ সরকার ২০০৮ সালের ডিসেম্বর মাসে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতায় আসে। সেই নির্বাচনে আমরা জনগণের বিপুল সমর্থন নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। গত ১৪ বছরে
অর্থনীতির সব ক্ষেত্রে অনেক উন্নয়ন করেছে যে উন্নয়নগুলো দৃশ্যমান, সারা পৃথিবীতে সেগুলো প্রশংসিত হয়েছে। দেশে অবকাঠামো, ব্রিজ, পদ্মা সেতু, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রেই অভাবনীয় সাফল্য এসেছে। ১০০টি একনমিক জোন তৈরি করা হয়েছে সেখানে শিল্প, কলকারখানা করা হচ্ছে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। শনিবার ২৪ জুন ২০২৩ এর বিকালে খুলনা জেলার রূপসা উপজেলার শ্রীফলতলা
ইউনিয়নের ডোমরা গ্রামের ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের বাড়িতে উঠান বৈঠাক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ইউপি চেয়ারম্যান সরদার ইসহাক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য ফ ম আব্দুস সালাম, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন,ভাইস চেয়ারম্যান
ফারহানা আফরোজ মনা,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক এস এম হাবিবের পরিচালনায় এ সময় বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম বিশ্বাস, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক স ম জাহাঙ্গীর হোসেন,
উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল মান্নান শেখ, প্রস্তাবিত সাধারণ সম্পাদক আরমান মিয়া, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম. আব্দুস সালাম, রাবেয়া খাতুন, রেশমা বেগম,ফরিদ শেখ, টুলু মল্লিক, শিক্ষক মনজুরুল ইসলাম, শ্যামল কুন্ডু, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো: মাহাবুব শেখ, বিল্লাল হোসেন,নারায়ন মন্ডল, রোকসানা বেগম,ফাতেমা বেগম,প্রদীপ বসু, কৃষ্ণ শীল, নরেন্দ্রনাথ বাগচি, হিরা বেগম, রাবেয়া
বেগম, যুবলীগ নেতা হারুন মোল্লা, সরদার জসিম উদ্দিন, শামসুল আলম বাবু, মঈন উদ্দিন,আব্দুল্লাহ আল মামুন, ছাত্রলীগের আরিফুল ইসলাম কাজল, শেখ রিয়াজ, নাজমুল হুদা অঞ্জন, হুমায়ুন কবির, সাব্বির হোসেন সহ দলীয় ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।