সেলিম মাহবুব, ছাতক::::: ছাতকে নোয়ারাই ইউনিয়নের লক্ষীভাউর গ্রাম সংলগ্ন ছাতক-দোয়ারাবাজার সড়কের পাশে বিদ্যুতের দু”টি খোটা ঝুঁকিপুর্ণ অবস্থায় রয়েছে। কর্তৃপক্ষের অবহেলার কারণে যেকোনো সময় এখানে দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন এ বিষয়ে বিদ্যুৎ বিভাগকে বার-বার অবহিত করা হয়েছে। কিন্তু তারা কোন ব্যবস্থা নেয় নি। লোহার খোটা গুলো যে কোন সময় ভেঙ্গে পড়ে
দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। রাস্তার পাশে খোটাগুলো অর্ধ ভাঙ্গা অবস্থায় ঝুলে রয়েছে। এতে প্রাণ হানি ঘটার আশংকা করছেন স্থানীয় বাসিন্দারা। নোয়ারাই ইউনিয়ন পরিষদের সদস্য হাজী ছাদিক মিয়া জানান, মেইন রোডের পাশের ঝুঁকিপূর্ণ খোটাগুলো নিয়ে তারা শংকিত। বর্তমানে বর্ষার সময় এ খোটা ভেঙ্গে পড়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। তিনি দ্রুত বিদ্যুতের ভাঙ্গা খোটা তুলে নিয়ে নতুন খোটা স্থাপনের জন্য বিদ্যুৎ বিভাগের প্রতি অনুরোধ জানান।