মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) :::: বরগুনার আমতলীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিবদমান দুই গ্রুপ পৃথক পৃথক ভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন। কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, কেক কাটা, র্যালী, আলোচনা সভা, ও দোয়া মোনাজাত।
উভয় পক্ষই আলাদা আলাদাভাবে উপরোক্ত কর্মসূচি পালন করেন। সকাল ৯ টায় বাংলাদেশ আওয়ামী লীগ বরগুনা জেলা কর্তৃক ঘোষিত আমতলী উপজেলা শাখার সভাপতি পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের নেতৃত্বে ও সভাপতিত্বে র্যালী এবং আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ এমএ কাদের মিয়া, পৌর আওয়ামী লীগ
সভাপতি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মৃধা, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম সামসুদ্দিন সানু, যুগ্ম সাধারণ সম্পাদক চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামন বাদল খান, জাহিদুল ইসলাম জুয়েল, সদস্য ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, অ্যাডঃ এইচএম মনিরুল ইসলাম মনি, উদীচীর সভাপতি বাবু অশোক কুমার
মজুমদার, দিলশাদ পারভেজ রিপন তালুকদার, যুবলীগ সহ-সভাপতি মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম বাদল প্যাদাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অপরদিকে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কর্তৃক মৌখিকভাবে ঘোষিত আমতলী উপজেলা শাখার সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান ও সাধারণ সম্পাদক জিএম ওসমানী
হাসানের নেতৃত্বে র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে দলীয় কার্যালয়ে আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডঃ বাহাদুর শাহ্, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর
কাউন্সিলর জিএম মুছা, গুলিশাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডঃ নুরুল ইসলাম মিয়া, সাবেক অধ্যাপক জালাল আহম্মেদ, উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা কৃষক লীগ সভাপতি আলতাফ হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা হারুর অর রশিদ মোল্লা, সামসুল আলম মেম্বার,
উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি জাহিদুল ইসলাম মিঠু মৃধা, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জাহিদ দেওয়ান, পৌর যুবলীগ সভাপতি উপজেলা ছাত্রলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) আঃ মতিন খান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সবুজ, পৌর ছাত্রলীগের সভাপতি জুয়েল মিয়া প্রমুখ। বক্তরা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে এগিয়ে নিতে ও পুনঃরায় দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য আমাদের
সকলে একত্রে হয়ে কাজ করে যেতে হবে। বক্তারা আরো বলেন, আমাদের সভানেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নেয়ার জন্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন তার ধারাবাহিকতা রক্ষায় সকল বঙ্গবন্ধুর সৈনিকদের সকল বিভেদ ভূলে একত্রে কাজ করতে হবে। সভাশেষে মাওলানা ভাষানী, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, চার জাতীয় নেতাসহ মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।