হারাধন কর্মকার রাজস্থলীঃ বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টিভির বকশীগঞ্জ উপজেলা সংবাদদাতা গোলাম রব্বানী নাদিম হত্যা ও আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ২২ জুন বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে রাজস্থলী প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খাঁনের সভাপতিত্বে এবং সাধারণ
সম্পাদক হারাধন কর্মকারের সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মনোরঞ্জন দাশ, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি চাথোয়াইমং মারমা, আইয়ুব চৌধুরী, হাবিবুল্লাহ মিজবা, নুশরাত জাহান নিশু,মিন্টু কান্তি নাথ, সুমন, উচাপ্রু মারমা প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা ও আসামিদের সর্বোচ্চ শাস্তির সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।