মণিরামপুরে সড়ক দূর্ঘটনায় বিএনপিনেতা শহীদ ইকবাল সহ আহত-৩

নূরুল হক, মণিরামপুরঃ মণিরামপুরে সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন উপজেলা বিএনপি’র আহŸায়ক ও সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ মুহাম্মদ ইকবাল হোসেন। বৃহস্পতিবার দুপুরে নিজ গাড়ি যোগে বেনাপোলে যাবার সময় মণিরামপুর- ঝিকরগাছা সড়কের কদমবাড়ীয়া মসজিদের কাছে পৌছলে বিপরীত থেকে আসা একটি ট্রাককে সাইট দিতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে শহীদ ইকবালসহ ৩জন সামান্য আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধারের পর পৌরশহরের একটি

ক্লিনিকে নিয়ে যান। সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অ্যাড. শহীদ ইকবাল হোসেন জানান, ভারতে চিকিৎসকের কাছে নিয়মিত চেকআপের জন্য তিনি তার ব্যক্তিগত জিপ গাড়িযোগে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বাড়ি থেকে রওনা হন। পথিমধ্যে উপজেলার কদমবাড়ীয়া মসজিদের পাশে পৌছলে বিপরীত থেকে আসা একটি ট্রাককে সাইট দিতে গিয়ে তার গাড়িটি রাস্তার খাদে উল্টে পড়ে। এ সময় গাড়িতে থাকা শহীদ

ইকবালের ডান হাত, তার ব্যক্তিগত সহকারি হারুন অর রশিদ ও তার শ্যালিকার মেয়ে তোহা সামান্য আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পৌরশহরের রোকেয়া ক্লিনিকে নিয়ে যান। সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শহীদ ইকবাল কিছুটা সুস্থ হলে বিকেলের দিকে আবারো তিনি ভারতের উদ্দেশ্যে রওনা হন। শহীদ ইকবাল হোসেন দ্রæত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top