নাটোরের লালপুরে শহীদ কমরেড আব্দুস সালামের ৩১ তম মৃত্যুবার্ষিকী পালিত

রিপোর্টারঃ মনজুরুল ইসলামঃ নাটোরের লালপুরে যথাযোগ্য মর্যাদায় আখ চাষী ও ওয়ার্কার্স পার্টির নেতা শহীদ কমরেড আব্দুস সালামের ৩১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২২জুন) সকালে উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতি ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি লালপুর থানা শাখার আয়োজনে উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিল এলাকায় র‍্যালি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উত্তরবঙ্গ আকাচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিলের

সভাপতিত্বে উপজেলা যুব মৈত্রী সভাপতি আব্দুস সামাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আখচাষী সমিতির সাধারণ সম্পাদক বাবু সুকুমার সরকার, সিনিয়র সহসভাপতি মতিউর রহমান মাষ্টার, সহসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, আখচাষী নেতা ও সাবেক সিবিএ সভাপতি আব্দুর রব প্রমুখ। উল্লেখ্য ১৯৯২ সালের ২২জুন সকাল ১০ টায় নর্থ বেঙ্গল সুগার মিলের ২ নম্বর গেটের সামনে জনপ্রিয় নেতা কমরেড আব্দুস সালামকে সন্ত্রাসীর গুলি করে হত্যা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top