দাকোপ খুলনা প্রতিনিধিঃ ” শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি” এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে খুলনার দাকোপে চালনা পৌরসভায় ১৯ তম বাজেট ঘোষণা অনুষ্ঠান ( অর্থ বছর ২০২৩ -২০২৪) আনুষ্ঠিত হয়েছে। ২২ জুন বৃহস্পতি বার বিকাল ৪ টায় চালনা পৌরসভা মিলনায়তনে পৌরসভা মেয়র সনত কুমার বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় ভারচুয়ালী ভাবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য খুলনা উপ পরিচালক স্হানীয় সরকারমোঃইউসুপআলী,দাকোপ উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ)ও সহকারী কমিশনার ভুমি পাপিয়া
সুলতানা, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, সাধারণ সম্পাদক বিনয়
কৃষ্ণ রায়, চালনা পৌরসভার আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেল। বক্তব্য দেন , চালনা পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর মেহেদী হাসান বুলবুল, চালনাপৌরভার পৌর নির্বাহী কর্মকর্তা, মোঃ সিরাজুল ইসলাম, কাউন্সিলর শুভংকর রায়, রুস্তম আলী খান, আবদুল বারিক শেখ,আইয়ুব আলী কাজী, চয়ন সাহা, সুধীন্দ্রনাথ বিশ্বাস মাখন,আবদুল গফুর শেখ,শেখ আবদুস সাত্তার সরদার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর অমোদীনি রায়, হাছিনা বেগম, নাছিমা বেগম,চালনা পৌরসভার প্রকৌশলী সরদার আব্দুস সালাম, উপসহ কারী প্রকৌশলী রতন কুমার মন্ডল,। সভায় ৪৩ কোটি ৫ লক্ষ ১৪ হাজার ৫শত ৮ টাকার বাজেট ঘোষণা করেন চালনা পৌরসভার মেয়র।
শচীন্দ্র নাথ মন্ডল