খুলনা বটিয়াঘাটায় সাব্বির হোসেন-১৫০ গ্রাম গাজাসহ আটক

শফিয়ার রহমান পাইকগাছা খুলনাঃ খুলনা বটিয়াঘাটা থানাধীন ভান্ডারকোর্ট গ্রামের ট্রাষ্ট সি ফুড (মাছ কোম্পানি) এর সামনে গাজা ক্রয় বিক্রয় কালে গোপন সংবাদের ভিত্তিতে ২০/৬/২৩ তারিখ ভান্ডারকোর্ট পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই(নিঃ) প্রভাষ চন্দ্র এএসআই ( নিঃ) গোলাম রসুল সংগীয় পুলিশ সদস্য সহ অভিযান চালিয়ে সাব্বির হোসেন (২১) পিতা সিদ্দিকুর রহমান সাং সার্কুলার ওয়েষ্টলেন পশ্চিম টুটপাড়া খুলনা কে আটক করেন। সে খুলনা আজম খান কমার্স কলেজের

অনার্স ২য় বর্ষের ছাত্র।পুলিশ জানায় লেখাপড়ার পাশাপাশি সাব্বির বেশ কিছুদিন যাবত অবৈধ মাদক কেনাবেচার সাথে জড়িত সে খুলনা অজ্ঞাত থেকে গাজা এনে ভান্ডারকোর্ট সহ বিভিন্ন এলাকার খুচরা ব্যাবসায়ীদের কাছে সাপ্লাই দিতো। স্হানীয় সাক্ষীদের উপস্থিতিতে দেহ তল্লাশিকালে তার দখল হইতে ১৫০ গ্রাম গাজা উদ্ধার হয়। এসআই প্রভাষ চন্দ্র সাহা ঘটনাস্থলে উক্ত আলামত জব্দ করে বটিয়াঘাটা থানায় এজাহার দাখিল করেন। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ জনাব হুমায়ূন কবির জানান মাদক নির্মুলে আমরা জিরো টলারেন্স নিতীতে দিনরাত পরিশ্রম করে চলেছি,কারোর কাছে অবৈধ মাদক পাওয়া গেলে সে যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্হা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top