রামপালে মিডল্যান্ড ব্যাংকের ১০ম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত

received_579723960943285.jpeg

বাগেরহাট প্রতিনিধিঃ “ব্যাংক ফর ইনক্লুসিভ গ্রোথ” স্লোগান নিয়ে ২০১৩ সালের ২০ জুন মিডল্যান্ড ব্যাংক বাংলাদেশে যাত্রা শুরু করে। ১০ বছর পেরিয়ে আজকের দিনে ১১ বছরে পদার্পণ করলো ৪র্থ প্রজন্মের ব্যাংকটি ।
এ জন্য দেশ ব্যাপি সকল শাখা উপশাখায় ছিল সাজ সাজ রব । এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে ব্যাংকটির রামপাল উপজেলার ফয়লাবাজার শাখায় দোয়া মোনাজাত ও কেক কাটে দিনটি উদযাপন করা হয়। পরবর্তীতে দুপুরে স্থানীয় এতিমদের মাঝে খাবার বিতরণ

করে ব্যাংকটি । দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ আলআমিন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং উজলকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সী বোরহানউদ্দিনে জেড, শাখার ভারপ্রাপ্ত ব্যাবস্থাপক অমিতাভ কুমার রাহা, এজেন্ট প্রোপ্রাইটর মিরানুজ্জামান, পল্লীবিদ্যুৎ রামপাল জোনের এজিএম কামরুজ্জামান, ফয়লাহাট আছিয়া কারামতিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপ্যাল শরীফ মোঃ আব্দুল কাদির, ভাইস-

প্রিন্সিপ্যাল মাওঃ সোলায়মান, ব্যাংক কর্মকর্তা মহিউল ইসলাম , মিরাজুল ইসলাম, হিমাংশু কুমার কুন্ডু, সিদ্ধার্থ রায়, করবি লতা কুন্ডু, মুনাওয়ার রনি, সাংবাদিক আদুল্লাহ, রবিউল ইসলাম, ব্যাংকের গ্রাহকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । উল্লেখ্য, ২০১৮ সালের নভেম্বরে রামপালের ফয়লা বাজারে মিডল্যান্ড ব্যাংক প্রথম পূর্ণাঙ্গ প্রাইভেট ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top