খানজাহান আলী থানা প্রতিনিধি: খুলনার শিরোমণিস্থ ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) মাদকদ্রব্য উদ্ধার অভিযানে অভয়নগর থেকে ৫শ গ্রাম গাঁজা, গাঁজা বিক্রয়ের নগদ ৬হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী পরশ মোল্যা(৩৭)কে আটক করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে(মামলা নং ১৫ তাং ১৯/৬/২৩)। মামলার অভিযোগ সুত্রে জানাগেছে, খুলনা আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাদক
বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ জুন সকাল সোয়া ৬টায় এপিবিএন এর এস আই আবু হো মোস্তফা কামাল সঙ্গীয় অফিসার্স এবং ফোর্স নিয়ে যশোর অভয়নগর থানাধীন রাজঘাট পশ্চিমপাড়া রেললাইনের পার্শে নওয়াপাড়া বাইপাস সড়ক থেকে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়কালে রাজঘাট এলাকার হোসান মোল্যার পুত্র পরশ মোল্যাকে ৫শ গ্রাম গাঁজা, গাঁজা বিক্রয়ের নগদ ৬হাজার
টাকাসহ আটক করে। পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী পরশ মোল্যা বিক্রয়ের উদ্দেশ্যে সিমেন্টের বাজারের একটি ব্যাগের মধ্যে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৫শ গ্রাম গাজা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরশ দীর্ঘদিন এই এলাকায় মাদক বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছে।