মেহেদি হাসান নয়ন, বাগেরহাটঃ বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বৈটপুর গ্রামের শুরখালি সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ১৭ই জুন শনিবার দুপুরে সরকারি খালের মাছ ধরা নিয়ে মোঃ আনারুল ইসলাম @ আনা (৪৫)কে একা পেয়ে সোহেল হাওলাদার @ কালা সোহেল(৩৪), জুয়েল হাওলাদার রাখা(৩০), জামাল(৩৫), বিল্লাল (২৬), সহ অজ্ঞাত ২/৩ জন মিলে পথরোধ করে লাঠি, হকিস্টিক, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারপিটসহ কুপিয়ে গুরুত্বর আহত করে। স্থানীয় লোকজন আনারুল ইসলাম @ আনাকে উদ্ধার
করে বাগেরহাট সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩:৩০ মিনিটে আনারুল ইসলাম @ আনা মৃত্যুবরণ করে। ঘটনার সংবাদ পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পুলিশ সুপার, বাগেরহাট ঘটনাস্থল পরিদর্শন করেন, এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।