সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে সন্ত্রাসী কর্তৃক খুন হওয়া কলেজ ছাত্র শাখাওয়াত হোসেন ইফতি স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামপুর ইউনিয়নের সর্বস্থরের নাগরিকবৃন্দের আয়োজনে রোববার বিকেলে উপজেলা ইসলামপুর ইউনিয়নের স্থানীয় মাদ্রাসা বাজারে অনুষ্ঠিত শোক সভায় বক্তারা ইফতির হত্যাকারী, কুখ্যাত সত্রাসী, খুনী আরাফাত সহ সহযোগিদের ফাঁসীর দাবী জানায়। বক্তরা বলেন, ইভটেজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে ছাতক সরকারী ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র, ইসলামপুর ইউনিয়নের উদীয়মান মেধাবী যুবক শাখাওয়াত হোসেন ইফতি সন্ত্রাসীদের হাতে নিহত হয়। কলেজে বহিরাগত বখাদের অবাদ বিচরণ ও ইভটিজিংয়ে প্রতিবাদ করায় সন্ত্রাসীরা তাকে পরিকল্পনা করে নির্মমভাবে খুন করেছে। ইফতি হত্যাকান্ডের ঘটনায় এখন গোটা এলাকা জুড়ে বইছে শোকের মাতম। খুনীরা যত শক্তিশাই হোক তাদের আইনের হাতকড়া পরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে হবে। দ্রুত সময়ের মধ্যে কুখ্যাত খুনি আরাফাত সহ তার সহযোগিদের গ্রেফতার করতে হবে। অন্যতায়
এলাকাবাসীকে নিয়ে মানববন্ধন সহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, কুখ্যাত খুনি ও সন্ত্রাসী আরাফাতের পরিবারকে সামাজিকভাবে বয়কট করা এখন সময়ের দাবী। এ রকম বখাটে ও সন্ত্রাসী পরিবার দ্বারা যাতে আর কোনো ইফতিকে হত্যার শিকার হতে না হয়, সেজন্য সামাজিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন। মামলাটি দ্রুত বিচার টাইব্যুনালে নিয়ে খুনিদের ফাঁসির দাবী জানান বক্তারা। হাজী কফিল উদ্দিনের সভাপতিত্বে এবং ইসলামপুর যুব ও সমাজকল্যাণ সংস্থার সাবেক সাধারন সম্পাদক হাজী মোশারফ হোসেনর পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন, নিহত ইফতির বাব, সাবেক ইউপি সদস্য হাজী সুনু মিয়া, ইসলামপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ হাজী সৈয়দ আহমদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান এড. সুফী আলম সুহেল, রাজনীতিবিদ সামছুজ্জামান রাজা, ইসলামপুর যুব ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি মাওলানা হাজী আকিক হোসাইন, স্থানীয় বাবুল মিয়া মেম্বার, ইসলামপুর যুব ও
সমাজকল্যাণ সংস্থার সাবেক সহ সভাপতি এনায়েতুল হক কালা মিয়া, ব্যবসায়ী শামছুর রহমান সাদিক, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আবুল হাসান, ছাতক লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার গ্রুপের ফাইনেস সেক্রেটারী আলী আমজদ, নিহতের বড় ভাই ইমরান হোসেন, ইউপি সদস্য সজ্জাদুর রহমান সজ্জাদ, ইসলামপুর যুব সমাজকল্যাণ সংস্থার সহ সভাপতি হাজী রশীদ আহমদ মাসুক, স্থানীয় মুক্তার হোসেন, যুব নেতা ফয়সল আহমদ, সুজন আহমদ, ব্যবসায়ী হাজী জয়নাল আবেদীন, সুলতান মাহমুদ, হাজী নজরুল ইসলাম, নিহতের বড় ভাই আশফাক আহমদ পাপলু, যুবনেতা রুবেল আহমদ, নিহত ইফতির সহপাঠী তাহির আলম, আজাহার মাহমুদ প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইসলামপুর যুব ও সমাজকল্যাণ সংস্থার সাধারন সম্পাদক মুরাদ আহমদ। সভার শুরুতে পরিবত্র কোরআন তেলাওয়াত করেন, নিহতের ছোট ভাই শাহাদাত হোসেন রিফতি। সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা ইমাম উদ্দিন।