সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছাতকে আওয়ামীলীগ নেতা আনিছুজ্জামান আজাদের সাংবাদিকদের সাথে মতবিনিময়

received_1911566759219861.jpeg

সেলিম মাহবুব, ছাতকঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ছাতক-দোয়ারা নিয়ে সংসদীয় সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা, কমিউনিটি ব্যক্তিত্ব আনিছুজ্জামান আজাদ প্রেসক্লাব নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবদিকদের সাথে মত বিনিমিয় করেছেন। শনিবার দুপুরে ছাতক প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তার রাজনৈতিক জীবনের কাহিনী তুলে ধরে আনিছুজ্জামান আজাদ বলেছেন, তিনি ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ লালন করে আওয়ামী রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন। বর্তমানে
বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনার একজন একনিষ্ঠ কর্মী হিসেবে তিনি দেশে এবং প্রবাসে কাজ করে যাচ্ছেন। ছাত্র জীবনে তিনি রাজনীতির কারনে বহু

মামলা-হামলার শিকার হয়েছেন। ছাতকে তার জন্ম স্থান হলেও তিনি সিলেটে আওয়ামী রাজনীতির সাথে সবসময়ই সম্পৃক্ত ছিলেন। পরিবারের চাপে তিনি যুক্তরাজ্য চলে গেলেও সেখানেও তিনি আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সাথে জড়িত হয়ে বিভিন্ন গুরু দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। বর্তমানে তিনি ছাতক-দোয়ারার মানুষের কল্যাণে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করে বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে একটি প্লাটফর্মের প্রয়োজন হয়। সে লক্ষেই তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করছেন। দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যদি তাকে উপযুক্ত মনে করেন এবং দলীয় মনোনয়ন প্রদান করেন তবেই তিনি ছাতক-দোয়ারার আওয়ামী পরিবারকে সাথে নিয়ে নির্বাচন করবেন। তবে দলীয় মনোনয়ন ছাড়া তিনি নির্বাচনে অংশ নেবেন না বলে স্পষ্ট উল্লেখ করে আরো বলেন, দল যাকে মনোনয়ন দেবে তিনি তার হয়েই মাঠে কাজ করবেন। দলীয় মনোনয়ন পেয়ে তিনি

নির্বাচিত হলে একটি পরিকল্পিত রূপরেখা তৈরী করে এবং ছাতক-দোয়ারাকে স্মাট ছাতক-দোয়ারার নগরী গড়ে তুলবো এছাড়া ছাতক-দোয়ারার উন্নয়নকে আরো অনেক উচ্চতায় নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি সেবার মনোভাব নিয়ে যুক্তরাজ্যের বিলাসী জীবন-যাপন ত্যাগ করে দেশে এসেছেন নিজ এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে। জনপ্রতিনিধি না হলেও তিনি ছাতক-দোয়ারার মানুষের পাশে থেকে জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখবেন। জননেত্রী শেখ হাসিনার বিছক্ষণ নেতৃত্বের প্রতি আস্থা ও অবিচল থেকে জীবনের বাকী অংশটুকু আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত রাখবেন

বলে তিনি দৃঢ় প্রতিজ্ঞা করেন। ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা সায়েদুল হক, আওয়ামীলীগ নেতা ওয়াহিদুল শাহ, আব্দুল্লাহ আল মামুন, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়, সদস্য আমিনুল ইসলাম আজির প্রমূখ। এসময় প্রেসক্লাব সদস্য তমাল পোদ্দার, ফটো সাংবাদিক আমির আলী,সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী, সেলিম মাহবুব, ফয়ছল আহমদ, সাজ্জাদ মাহমুদ মনির, তানভির আলম জাকির, আবু বকর সিদ্দীক সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top