সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

IMG_20230617_200649.jpg

ছামিউল ইসলাম জামালপুরঃ বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়েছ। শনিবার দুপুরে জামালপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে প্রেস ক্লাব রোডে আয়োজিত, জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, সাংবাদিক ফজলে এলাহি মাকাম, সনাক সভাপতি অজয় পাল, অ্যাডভোকেট ইউসুফসহ অন্যরা। সাংবাদিক হাফিজ রায়হান সাদা বলেন, সাংবাদিক নাদিমের খুনি বাবু ও তার সহযোগীরা যতক্ষণ আইনের আওতায় না আসে

ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। সাংবাদিক লুৎফর রহমান বলেন, খুনি বাবুকে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করে তার সব সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। এর পাশাপাশি তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই দিনে বেলা ১১টায় জামালপুর শহরের দয়াময়ী মোড়ে সামাজিক আন্দোলন আয়োজিত আরেক মানববন্ধনে বক্তারা একই দাবি জানিয়েছেন। মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে সিনিয়র সাংবাদিক মোস্তফা বাবুলসহ অন্যরা বক্তব্য রাখেন।
সেই মানববন্ধনে সাংবাদিক ফজলে এলাহি মাকাম

বলেন, খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই।
আমরা আমাদের সহকর্মী সাংবাদিক নাদিমের খুনিদের আইনের আওতায় না আনা পর্যন্ত ঘরে ফিরব না।
গত ১৪ জুন বুধবার সংবাদ প্রকাশকে কন্দ্রে করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সাংবাদিক নাদিমের ওপর হামলা করা হয়। চিকিৎসাধীন ১৫ জুন তার মৃত্যু হয়। এরই মধ্যে সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার ছেলে ফাহিম ফরমান রিফাতসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে থানায় মামলা করেন নাদিমের স্ত্রী মনিরা বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top