অন্তর আহমেদ নওগাঁঃ র্তমান সমাজে নারীরা কোনো কাজেই পিছিয়ে নেই। তারা তাদের নিজ যোগ্যতায় এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। ঘরে বাইরে সব পেশায় নিজেদের নিয়োজিত করছে। সৃষ্টি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। অনলাইন ব্যবসায়ের প্রবর্তনের ফলে নারীরা আরও বেশি পরিমাণে সফল উদ্যোক্তায় পরিণত হচ্ছে। তেমনি এক জন উদ্যোক্তা নওগাঁর মেয়ে নূরে জান্নাত লিমা। বাবা মায়ের বড় মেয়ে নূরে জান্নাত লিমা , জন্ম ও বেড়ে ওঠা নওগাঁ সদর উপজেলার এটিএম মাঠ সংলগ্ন। নওগাঁ সরকারি গার্লস স্কুল থেকে এস এস সি ও রাজশাহী সিটি কলেজ থেকে এইচ এস সি তে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়। বর্তমানে রাজশাহী
কলেজে সমাজবিজ্ঞানের প্রথম বর্ষের শিক্ষার্থী। ২০১৯ সালে হঠাৎ করে নূরে জান্নাত লিমার মা’র ক্যান্সার ধরা পড়ে চিকিৎসা ব্যায় বহন করতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ হয়ে যায়। পরিবারে দেখা দেয় অসচ্ছলতা। এর মধ্যেই ২০২০ সালে কোভিড-১৯ পুরো বিশ্ব লকডাউনে চাদরে ঢাকা। এর মধ্যে বাবাও অসুস্থ সংসারে হাল ধরার মত কেউ নেই। করোনাকালে মায়ের চিকিৎসা, সংসার ও পড়াশুনার খরচ যোগাইতে তিনি অনলাইনে ফেসবুক পেইজ খুলে শুরু করেন, কেক, পিজ্জা ও কাস্টমারদের চাহিদা মত বিভিন্ন রকমের বাহারি খাবারের রান্না করে অনলাইনে মাধ্যমে বিক্রি। তারপর সে টাকা থেকে টাকা জমিয়ে পেইজে নারী ও শিশুদের বিভিন্ন পোশাকের ছবি আপলোড করেন। এর পর একটি দুটি
করে অর্ডার আসতে থাকে। এখন তার অনলাইন শপে প্রতিদিনই পণ্যের ক্রেতা বাড়ছে। নূরে জান্নাত লিমা ফেসবুক পেইজ ভোক্তাদের রুচি ও পছন্দ অনুযায়ী পণ্য এনে থাকেন। পণ্যের মধ্যে রয়েছে টাঙ্গাইলের শাড়ি, থ্রিপিস, বেডসিট, ইত্যাদি। রয়েছে জুয়েলারি পণ্যও।দাম ও মানের কারণে অনলাইনের পাশাপাশি নিজ এলাকায় তিনি সাধারণের কাছে অল্প সময়ে ভালো অবস্থান করে নিতে সক্ষম হয়েছেন। এর পাশাপশি অনলাইনের মাধ্যমে বিদেশি পাখি ও নওগাঁর বদলগাছির বিখ্যাত নাক ফজলি আম সুনামের সঙ্গে দেশের বিভিন্ন জেলায় ডেলিভারি দিচ্ছেন। নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার তাগিদ থেকে তিন বছর আগে ব্যবসায়ের মুলধন ৫০০০ টাকা হলেও
বর্তমানে তার ব্যবসায়ের মূলধন বহুগুণে বেড়েছে। নিজস্ব পরিমণ্ডলে তিনি এখন একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত। স্বাধীনভাবে কাজ করে মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর চিন্তা থেকে উদ্যোক্তা হয়ে ওঠা। একজন উদ্যোক্তার প্রথম এবং প্রধান কাজ হলো স্বপ্ন দেখা। একজন ব্যবসায়ী ও একজন উদ্যোক্তার মধ্যে এটাই পার্থক্য। স্বপ্নবাজ নূরে জান্নাত লিমা তার মনের লালিত স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন। এমন উদ্যোগ সম্পর্কে নূরে জান্নাত লিমা বলেন, আমার স্বপ্ন ছিল একজন উদ্যোক্তা হওয়ার। সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি সঙ্গে পরিশ্রম করে যাচ্ছি। শুরুটা অনেক সহজ না হলেও পরিবার এবং বিশেষ একজন বন্ধুর সহযোগিতায় আমি এগিয়ে চলতে সাহস পেয়েছি। পড়াশুনার পাশাপাশি নিজে কিছু একটা করার দৃঢ় ইচ্ছে থেকেই মাথায় আসে অনলাইন
ব্যবসার প্ল্যান। তবে এ কাজে সব সময় আমার মা-বাবা অনুপ্রেরণা জুগিয়েছেন। বর্তমান ব্যবসার অবস্থা সম্পর্কে তিনি বলেন, ভালো কেনাবেচা চলছে। নিজ জেলা সহ দেশে বিভিন্ন জেলায় জনপ্রিয় হয়ে উঠছে তার অনলাইন পেজ গুলো ভবিষ্যতে তিনি একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত দেখতে চান। নতুন নারী উদ্যোক্তাদের জন্য আমার পরামর্শ- স্বাবলম্বী হয়ে বেঁচে থাকার স্বার্থকতাটাই আলাদা। তাই বলবো, একজন সফল নারী উদ্যোক্তা হলে আপনাকে অবশ্যই ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নেমে পড়তে হবে। প্রতিবন্ধকতা থাকবেই, তবে ইচ্ছা থাকলে তা ওভারকাম করা সম্ভব। স্বপ্ন, সামান্য পুঁজি আর পরিশ্রম থাকলেই অনেক দূর এগিয়ে যাওয়া যায়।#