হারাধন কর্মকার রাজস্থলী :::: রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা যায়যায়দিন পত্রিকার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে। উপজেলা পরিষদে এ উপলক্ষে কেককাটা অনুষ্ঠানসহ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রাজস্থলী প্রতিনিধি আজগর আলী খান এর উপস্থাপনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এসব কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন আ’লীগ রাজস্থলী উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা, ওসি তদন্ত দেওয়ান সামস উদ্দিন, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা,রাজস্থলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হারাধন কর্মকার সহ সাংবাদিক রাজনৈতিক বৃন্দ
উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা বলেন, বহুল প্রচারিত যায়যায়দিন পত্রিকাটি নিষ্ঠার সাথে সংবাদ পরিবেশন করে আসায় সর্বমহলে এ পত্রিকাটির গ্রহণযোগ্যতা বেড়েছে। পত্রিকাটিতে সমাজের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সংবাদ সাহসিকতার সাথে প্রচার করায় আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সেইসাথে পত্রিকাটি ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরো ভালো ভুমিকা রাখবে।