মিরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক সহ প্রাইভেট কার এর মালিক গ্রেফতার

 মিরসরাই প্রতিনিধি:::: মিরসরাই উপজেলার জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৭৫ বোতল ফেন্সিডিল ও ১৯ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৩ জুন) বিকাল ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ সোনা পাহাড় ফিলিং স্টেশনের সামনে এই অভিযান চালানো হয়। অভিযানে আটককৃত মাদক কারবারি ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকার

 

মোহাম্মদ আলী সওদাগর বাড়ির জসিম উদ্দিনের ছেলে মোঃ বেলায়েত হোসেন সোহেল (২৯)। সে পূর্বেও মাদক চালান করার সময় একাধিকবার গ্রেফতার হয়। জব্দকৃত প্রাইভেট তার মালিকানাধীন বলে জানা গেছে। ব্যাক্তিগত প্রাইভেট কার ব্যাবহার করে ও স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘ দিন যাবত সে মাদক বাণিজ্য করে আসছে বলে জানা যায়। অভিযান প্রসঙ্গে জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি

 

সোহেল সরকার জানান, গোপন সংবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী সোনাপাহাড় ফিলিং স্টেশনের সামনে তল্লাশি চালিয়ে একটি সাদা প্রাইভেট কার চট্টমেট্রো-গ-১১-১৮১৪ নং গাড়ি টি থামিয়ে তল্লাশি করে ৭৫ বোতল ফেন্সিডিল ও ১০ টি বস্তায় ১৯ কেজি গাঁজা পাওয়া যায়। এসময় মাদক

 

গুলো উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নেয়া হয়। মাদক বহনে ব্যাবহৃত গাড়ি জব্দ করা হয়েছে এছাড়া মাদক বহনের দায়ে প্রাইভেট কারের চালককে আইনী হেফাজতে নেয়া হয়েছে। প্রাইভেট কারের চালক উক্ত গাড়ির মালিক বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top