রিপোর্টারঃ মনজুরুল ইসলাম::::: নাটোরের বাগাতিপাড়ায় লোকমানপুরে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী স্বামী মফিজুল ইসলাম ও স্ত্রী সারভানু ইয়াসমীন সাবিনার মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর দুইটার দিকে উপজেলার লোকমানপুর দোডাঙ্গী রেলগেটে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা উপজেলার মাড়িয়া সরকারপাড়া মহল্লার বাসিন্দা। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল আজম খান ও
স্থানীয়রা জানান, দুপুরে মফিজুল ইসলাম তার স্ত্রী সাবিনাকে নিয়ে মোটর সাইকেল যোগে লোকমানপুর এলাকা থেকে গালিমপুর যাচ্ছিলেন। পথে দোডাঙ্গী অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ দুইটি উদ্ধার করে এবং রেলওয়ে পুলিশকে খবর দেয়। রেলওয়ে পুলিশ এসে আইনগত
ব্যাবস্থা গ্রহন করবেন। লালপুরে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু আজ শনিবার বিকেলে নাটোরের লালপুরে আজিমনগর রেলওয়ে স্টেশনের পূর্বে গোপালপুর পৌরসভা কেন্দ্রীয় কবরস্থানের পাশে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়েছে। রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানা গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।