হাফিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে শুক্রবার (০৯/০৬/২০২৩ খ্রিঃ) বিকালে (আনুমানিক ৫টার সময়) নাচোল থানাধীন ফতেপুর ইউনিয়নের ফতেপুরে ২টি মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। ফলে ঘটনাস্থলেই ১জন আরোহী মৃত্যুবরণ করে এবং ৩জন গুরুত্বর আহত হয়। জানা যায়, নিহত আকাশ(২২) চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার গোবরাতলা গ্রামের বকুলের ছেলে। দূর্ঘটনায় আহত মাহফুজ(১৭), নয়ন(২৫), নাজিম(২৫)কে স্থানীয়
লোকজন উদ্ধার করিয়া চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও নাচোল থানা পুলিশের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে। আহতরা সাবই চাঁপাইনাবাবগঞ্জ জেলার সদর থানাধীন দারিয়াপুর গ্রামের বাসিন্দা। দূর্ঘটনার বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) মিন্টু রহমান এ প্রতিবেদককে মুঠোফোনে ১জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন এবং এখন পর্যন্ত বলেন কেউ থানায় কোন অভিযোগ করে নি বলে অবহিত করেন। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।