রিপোর্টারঃ মনজুরুল ইসলাম :::: অভিনব কায়দায় নাটোর সদর হাসপাতালের হাইনী ওয়ার্ড থেকে নবজাতক চুরির ঘটনা ঘটেছে।ক্ষতিগ্রস্থ প্ররিবার জানায় নাটোরের নলডাঙ্গা উপজেলা মহিষডাঙ্গা গ্রামের ব্যাংক কর্মকর্তা মাহফুজুর রহমানের স্ত্রী হাসনা হেনার প্রসব ব্যাথা উঠলে বৃহস্পতিবার সকালে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।এর কিছুক্ষন পর একটি কন্যা সন্তানের জন্ম দেন ও নারী। আজ দুপুর ১২টার
দিকে হাসপাতালেই দাদির কোলে থাকা অবস্থায় অজ্ঞাত এক নারী ওই শিশুকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে দাদির কোল থেকে নিয়ে যাওয়ার পর শিশু সহ নিরুদ্দেশ হয়ে যায়।অনেক খোঁজাখুজির পর না পেয়ে পুলিশকে খবর দেয়া হয়।শিশু কন্যাকে হারিয়ে কন্নায় ভেঙ্গে পড়েছে পরিবারটি।শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।