প্রধানমন্ত্রীসহ মন্ত্রীকে হত্যার হুমকি দাতা রাষ্ট্রদ্রোহী মামলার আসামি চরমপন্থীর সাথে অশোক কুমার বড়াল তার ২ সহযোগির গোপন বৈঠক

 বিশেষ প্রতিনিধি: কি কারনে ভারত সফরে অশোক কুমার বড়াল? যার সফর সঙ্গী হয়েছেন আরো দুজন বামপন্থী নেতা। তার নিজ সন্তান অমিতাভ বড়াল বাপি, তিনি বর্তমানে বাগেরহাট জেলা দায়রা জজ কোর্টের আইনজীবী ও বাগেরহাট জেলা বিএনপির আইন বিষয়ক সহ সম্পাদক । আরেক সহযোগী পলাশ মণ্ডল বিএনপিপন্থী নেতা ও কট্টর হিন্দুবাদী। অশোক কুমার বড়াল যিনি বাংলাদেশ আওয়ামী লীগের

 

মনোনীত বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বর্তমান উপজেলা চেয়ারম্যান। তাহলে কি বড় ধরনের গভীর ষড়যন্ত্রের আবাস? প্রধানমন্ত্রীসহ মন্ত্রীকে হত্যার হুমকি দাতা বাংলাদেশ সরকারি রাষ্ট্রদ্রোহী মামলার আসামির সঙ্গে কি এমন গোপন বৈঠক থাকতে পারে একজন আওয়ামী লীগের মনোনীত নেতার? আসন্ন দলীয় নির্বাচনকে সামনে রেখে একজন রাষ্ট্রদ্রোহী, চরমপন্থী , প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা

 

আসামীর সঙ্গে তার এই সখ্যতার কারণ কি? এমনও হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ জনগণের মনে। অশোক কুমার বড়াল তাহলে তিনি কি লেবাস পড়ে আছেন আওয়ামী লীগের ? লেবাসের আড়ালে তিনি কি আওয়ামী লীগ এর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত । তিনি বাংলাদেশ সরকারের রাষ্ট্রদ্রোহী মামলার পলাতক আসামীবিশ্ব হিন্দু সংগ্রাম কমিটির প্রেসিডেন্ট শিপন কুমার বসুর সাথে দেখা করে, কি এমন গোপন বিষয় লুকিয়ে

 

আছে তার মতো রাষ্ট্রদ্রোহী কাছে? সাধারণ দেশ প্রেমিক জনগণ এর উত্তর চান ‌। দেশে থেকে দেশের বিরুদ্ধে এমন ধরনের আচরণ জনগণ কখনো মেনে নেবেন না। যে দেশদ্রোহী দেশের প্রধানমন্ত্রীসহ মন্ত্রিকে হত্যার হুমকি দাতা, এবং দেশ থেকে পলায়ন করা একজন চরমপন্থী তার সাথে একজন আওয়ামী লীগের নেতার এভাবে গোপন বৈঠক দেশের জন্য চরম ক্ষতির কারণ বলে মনে করেন সাধারণ জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top