খন্দকার ছদরুজ্জামান, নড়াইল :::: নড়াইলের লোহাগড়া উপজেলার ৮নং দিঘলিয়া ইউনিয়নের বাগডাঙ্গা শারল গ্ৰামের আদম ব্যাপারীর দালাল মৃত্যু আজিবর শেখের ছেলে ইসলাম শেখ দীর্ঘ দিন ধরে বিদেশে মানুষ পাঠানোর নামে বড় ধরনের প্রতারণা করে এলাকার মানুষদের জিম্মি করে রেখেছে বলে অগনিত অভিযোগ রয়েছে। জানা যায়, ইসলাম শেখের ছোট ভাই হিরোন শেখ দীর্ঘ দিন ধরে কুয়েত প্রবাসী
থাকায়,বড় ভাই ইসলাম শেখ বিদেশে লোক পাঠানোর কথা বলে লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকার শত শত মানুষের কাছে থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায় এক ই এলাকার সাহেব মোল্লার ছেলে বিল্লাল কে বিদেশে পাঠানোর জন্য ইসলাম শেখ কে সাহেব মোল্লা ৩ বছর পূর্বে ৩ লক্ষ্য টাকা দিয়েছিল। কিন্তু তারা এমন করে শত শত মানুষের কাছে থেকে
এমন ভাবে বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা করে আসছে। তার ই ধারাবাহিকতায় গত কিছুদিন পূর্বে ওই প্রতারক ইসলাম শেখের কাছে থেকে টাকা ফেরত আনতে তার বাড়িতে বিল্লাল, সাহেব,লায়েব,সহ কয়েকজন ভাই ব্রাদার মিলে একত্রে যায়। ইসলাম শেখ কে বাড়িতে না পেয়ে তার বাড়ির মহিলাদের বলে আসেন, ইসলাম শেখ তো বিদেশে পাঠালো না, আবার টাকা ফেরত চাইলে সেটা ও দিচ্ছে না। তা ইসলাম
শেখ বাড়িতে আসলে আগামীকালের মধ্যে টাকা টা দিয়ে আসতে বলবেন, এই কথা বলে সকলে বাড়িতে চলে আসে। পরবর্তীতে ইসলাম শেখ টাকা ফেরত দিবেনা বলে একটি নাটকীয় ঘটনা ঘটিয়ে বাড়ির মালামাল ছড়িয়ে ছিটিয়ে রেখে পুলিশ কে খবর দিয়ে এবং সাহেব মোল্লাদের ১৬ জনের নাম প্রকাশে ও ৩০/৩৫ জনের নাম অ প্রকাশে লোহাগড়া থানায় একটি মিথ্যা ভিত্তিহীন মামলা দায়ের করেন। মামলার বিষয়ে সাহেব
মোল্লা বলেন আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যাহাতে মামলা টি সঠিক তদন্ত করে ব্যবস্থা নেয়া হয়। উক্ত বিষয় নিয়ে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাসির উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন মামলা হয়েছে, এবং ১জন আটক হয়েছে, তবে আমি সঠিক তদন্ত করে ই আদালতে রিপোর্ট পাঠাবো।