রাজশাহীতে মহিলা সাংবাদিকে প্রাণ নাশের হুমকির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

 নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে জনপ্রিয় অনলাইন পোর্টাল নতুন মাত্রার স্টাফ রিপোর্টার ইফফাত আরা মমি কে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় রাজশাহী পদ্মা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এ সময় সাংবাদিক ইফফাত আরা মমি উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানাই। গত মঙ্গলবার ৬/৬/২৩ ইং তারিখ সন্ধা ৬ টায় আমি সংবাদ সংগ্রহের

 

কাজে রাজশাহী মহানগরী ৭ নং ওয়ার্ড চন্ডিপুর এলাকায় গেলে কাউন্সিলর মতি ও তার সহযোগীরা আমার পথ রোধ করে। এবং আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে। মতি বলে এরপর তোকে যদি আমার এলাকার মধ্যে দেখি একদম জানে মেরে ফেলবো। এ ব্যাপারে রাজপাড়া থানায় আমার জীবনের নিরাপত্তা চেয়ে আমি সাধারণ ডায়েরি করেছি যার নাম্বার ৩৯৩। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানচ্ছি। মতি

 

একজন জনপ্রতিনিধি হয়েও সাংবাদিকে কে কিভাবে প্রাণনাশের হুমকি দিতে পারে। তাহলে সাধারণ ওয়ার্ডবাসী ত কাছ থেকে কি আশা করবে। আমি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে কাউন্সিলর মতিকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top