মোল্লা জাহাঙ্গীর আলম খুলনা // খুলনা জেলা রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুস্তাক এর পিতা আকবর আলী শেখ (৯৫) নামাজের জানাজা সোমবার ৫ জুন মাগরিব বাদ পূর্ব -রূপসা বাজারস্থ দারুস সালাম জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবজ স্থানে তাকে দাফন করা হয়। তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে খুলনা নার্গিস মেমোরিয়াল
ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার দুপুর ১ টা ১০ মিনিটের সময় মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালীন সময় তিনি ১ স্ত্রী ,৪ পুত্র ও ৫ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ন- সাধারন সম্পাদক ও তেরখাদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, যুগ্ম -সাধারণ
সম্পাদক কামরুজ্জামান জামাল ,রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, জেলা আওয়ামী লীগের সদস্য ফ. ম. আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জামিল খান , জেলা বিএনপি’র সহ-সভাপতি মোল্লা খাইরুল ইসলাম, রূপসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, যুগ্ম- সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম, নৈহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল
হোসেন বুলবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেখ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, উপজেলা আওয়ামী লীগ নেতা এমডি রকিব উদ্দিন, দপ্তর সম্পাদক আক্তার ফারুক, আব্দুল গফুর খান, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার ,সাধারণ সম্পাদক ইমরান হোসেন, রূপসা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা সাইফুল ইসলাম, নাসির হোসেন সজল,
খান সাইদুজ্জামান, শেখ আব্দুল মান্নান, রুহুল আমিন রবি, আবু আহাদ হাফিজ বাবু, আবু সালে বাবু, মাওলানা মিজানুর রহমান, শাহজাহান শেখ, রবিউল ইসলাম লিটু, দিদারুল ইসলাম, ইসমাইল সেখ, আজমল ফকির, বেনজির হোসেন,ইলিয়াছুর রহমান ,ওলিয়ার রহমান, মোজাফফর শেখ, নাজির শেখ,মামুন সেখ,ফ,ম, আইয়ুব আলী, শাহরিয়ার হোসেন মানিক, রায়হান ফকির প্রমুখ। তার মৃত্যুর খবরে মরহুমের
বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। শেষ বারের মতো দেখতে আসেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, রূপসা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও দলীয় নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মিজানুর রহমান।