কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ “প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে” এবং সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৫ জুন সোমবার সকাল ১১ টায় শহরে র্যালী বের হয়। র্যালীটি উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে
শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভুঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি প্রমুখ। আলোচনা সভা শেষে
চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল সভাপতির বক্তব্যে বলেন, বিশ্ব পরিবেশ দিবসে আমরা সারা বছরব্যাপী বৃক্ষ রোপনের উদ্যোগ নিয়েছি এবং পরিবেশকে রক্ষার দায়িত্ব নিতে হবে আমাদের সকলকেই।