টাঙ্গাইলের মধুপুরে টাকা ও স্বর্ণের অলংকার নিয়ে স্ত্রী পালিয়ে যাওয়ার অভিযোগ

 মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরের নাগবাড়ী এলাকার  সুরুজ আলীর ছেলে শাহীনের স্ত্রী আরিফা(১৯) তার স্বামীর বাড়ী হতে নগদ দুই লক্ষ টাকা ও এক ভরি ওজনের স্বর্ণের গহনা নিয়ে পালানোর অভিযোগ পাওয়া গেছে। জানা যায় মির্জাবাড়ী ইউনিয়নের দড়িহাসিল গ্রামের আরফান আলীর মেয়ে আরিফা (১৯) এর সহিত নাগবাড়ী গ্রামের সুরুজ আলীর ছেলে শাহীন (২৫) এর সহিত প্রায় ৮ মাস

 

পূর্বে বিবাহ হয়। বিবাহের পর হতেই শাহীনের স্রী আরিফা ঘর সংসার করিবেনা বলে পারিবারিক ভাবে বিভিন্ন সময় ঝগড়া বিবাদ করে আসছিল এরই জের ধরে শনিবার(৩ জুন) রাত ৮ টার দিকে বাড়ীর সবার অগোচরে শাহীনের স্ত্রী আরিফা তার শশুড়ের ঘরের সুকেসের ড্রয়ারে থাকা নগদ দুই লক্ষ টাকা এবং এক ভরি ওজনের স্বর্ণের অলংকার নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ সুত্রে জানা যায়। শাহীন তার শশুড়বাড়ী

 

দড়িহাসিল গ্রামে খোজ নিলে সেখানে যায়নি বলে তারা জানান। এ ব্যাপারে শাহীনের পিতা সুরুজ আলী বাদী হয়ে মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্ত ভোগী শাহীন ও তার পিতা সুরুজ আলী জানান এর পুর্বে একবার সে পালিয়ে তার বাপের বাড়ীতে যায়।

 

সেখানে আড়াইমাস অবস্হান করার পর দুর্গাপুর গ্রামের হানিফ মাতাব্বর এর সহযোগিতায় স্ত্রী আরিফা তার স্বামীর বাড়ীতে আসে। আসার পর কয়েক দিন ভালই ছিল। আবার সে পুর্বের মত আচরণ শুরু করে হঠাৎ করেই সে গত শনিবার রাত আনুমানিক ৮ টার দিকে সে উল্লেখিত টাকা ও স্বর্ণের অলংকার নিয়ে বাড়ী হতে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top