গোপালগঞ্জ প্রতিনিধি :::: টুঙ্গিপাড়ায় বর্নি ইউনিয়নে ৫ নং ওয়ার্ডের শান্ত নামের এক ছেলেকে কথা কাটাকাটি মারধর করা হয়েছে। শুক্রবার আনুমানিক ১০ টার সময় ঘঠনাটা ঘঠে। স্থানীয় সুত্রে জানা যায়- শান্ত ছেলেটা বাড়ির বিল্ডিং কাজে ৫০,০০০ টাকা নিয়ে বাসায় দিকে যাচ্ছিল। ১।আলিম মুন্সী (২২) পিতা: মিন্টু মুন্সী ২। রিজাউল (২০) পিতা: আক্কাস মুন্সী ৩। রায়হান মুন্সী (১৮), পিতা: জবেদ আলী মুন্সী ৪।
বায়েজীদ শেখ (১৯), পিতা: নজরুল শেখ শান্ত তার পুরান বাড়ি থেকে ফিরার পথে ১।আলিম মুন্সী (২২), ২। রিজাউল (২০) ৩। রায়হান মুন্সী (১৮), ৪। বায়েজীদ শেখ,(১৯) এর সাথে দেখা হয়। আলিম এর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শান্ত ছেলে টা কে হাতুরি দিয়ে মাথায় আঘাত করে, তারা কয়জন মিলে তাহাকে মেরে ফেলার চক্রান্ত করে, এবং কিল-ঘুষি-লাথি ও চুরি দিয়ে গলায় কোপ, আলিমের দলবল রড
দিয়ে মাথায় বাড়ি দেয়। সে আহত হয়, তাকে আহত অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। নামঃ শান্ত শরিফ, পিতাঃ মমিনুল শরিফ গ্রামঃ বর্নি ডাকঘরঃ বর্নি, থানাঃ টুঙ্গিপাড়া, জেলাঃ গোপালগঞ্জ। তাহার মাতা টুঙ্গিপাড়ায় থানায় একটা অভিযোগ করেন-০২-০৬-২০২৩ তারিখ আনুমানিক ৬ টা, সংঘর্ষের ঘটনা নিয়ে তার মাতা বলেন, যদি ঘটনার সময় গ্রামের লোকজন না আসতো, তবে আমার ছেলেকে মেরে ফেলতো।এবং ঘটনা কেন্দ্র করে তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে বলে জানা গেছে।