নড়াইলে ৪ মাসে ও উদঘাটন হলোনা শেফালী হত্যার মূল রহস্য

 খন্দকার ছদরুজ্জামান, নড়াইল ::::   নড়াইলের লোহাগড়ায় চাঞ্চল্যকর শেফালী হত্যার রহস্য ৩ মাস ২৮ দিনেও উদঘাটন করতে পারেনি থানা পুলিশ। এ নিয়ে নিহতের পরিবারসহ স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। ইতিমধ্যে মামলার বাদি মেহেদী হাসান মামলাটি পিবিআইকে দিয়ে তদন্ত করানোর জন্য বাংলাদেশ পুলিশের আইজিপি বরাবর আবেদন করেছেন। মামলা ও নিহতের পরিবার সূত্রে জানা

 

গেছে, গত ৫ ফেব্রয়ারী দিবাগত গভীর রাতে দর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে নিজ গৃহে খুন হয় শেফালী বেগম (৪৫)। নিহত শেফালী বেগম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আলিম শেখের স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলে মেহেদী হাসান বাদি হয়ে ৬ ফেব্রয়ারী অজ্ঞাত নামা আসামী উল্লেখ করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কথা হয় মামলার বাদি মেহেদী

 

হাসানের সাথে, তিনি কান্না জড়িত কন্ঠে গণমাধ্যমকর্মীদের জানান, চাচাত ভাই মো. আরিফুজ্জামান আকাশের মোবাইল ফোনে সংবাদ পেয়ে ঘটনার দিন বাড়িতে আসি। ঘরে ঢুকে দেখতে পাই মায়ের গলায় ধারালো অস্ত্রের আঘাতে গলার সামনের শ^াসনালীসহ অর্ধেক অংশে গভীর ক্ষত হয়েছে। এসময় মায়ের শরীরের পরিধেয় পোশাক সাভাবিক ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top