দাকোপে ইউ এন ও বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে দুর্নীতর অভিযোগ

 দাকোপ খুলনা প্রতি নিধি ঃ দাকোপ উপজেলা নির্বাহীকর্মকর্তা হিসাবে মিন্টু বিশ্বাস এর গত আড়াই বছর যাবৎ চলা সীমাহীন ঘুষদূর্নীতি ও টাকা আত্মসাত এর তদন্ত ও বিচারের দাবিতে প্রধানমন্ত্রী, দুদক,দূর্যোগ ব্যবস্হাপনা মন্ত্রনালয়,ও খুলনা বিভাগীয় কমিশনার বরাবরে এলাকা বাসীর লিখত অভিযোগ পাওয়া গেছে। সুত্রে জানাযায়, খুলনার দাকোপ উপজেলায় সীমাহীন ঘুষখোর নির্বাহীকর্মকর্তা মিন্টু বিশ্বাস বদলী

 

হওয়ার খবরে এলকায় সর্বস্তরের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং আনন্দে এলাকায় সাধারণ মানুষ মিষ্টি বিতরন করেছে। দাকোপে দায়িত্ব পালন কালে ইউ এন ও মিন্টু বিশ্বাস এর বেপরোয়া ঘুষ,দূর্নীতি, অমিয়ম,এবং মানুষের সাথে চরম অসদাচরনে সকলে অতিষ্ঠ হয়ে ওঠেছিল। এ সুযোগে এলাকার চিহ্নিত কতিপয় দালালের সহযোগিতায় ঘুষ বানিজ্যে মেতে ওঠে। মানুষ অতিষ্ঠ হয়ে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট

 

অভিযোগ উল্লেখ করে উদ্ধতন মাননীয় প্রধানমন্ত্রী, দুদক, দূর্যোগ মন্তনালয় ও বিভাগীয় কমিশনার বরাবর সম্প্রতি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।বতমানে যার তদন্ত চলছে। এদিকে ইউ এন ও মিন্টু বিশ্বাস এর বদলি খবর এলাকায় ছড়িয়ে পড়লে দাকোপ সদর চালান বাজার সহ উপজেলার বিভিন্ন এলাকায় ভুক্তভোগীরা মিষ্টি বিতরন করেন। উল্লেখ মিন্টু বিশ্বাস এর বিরুদ্ধে কোটি টাকারও বেশি লুটে নেওয়ার অভিযোগ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top