মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অব্যাহত রাখতে নারীদের আরো এগিয়ে আসতে হবে :এমপি বাবু

পাইকগাছা প্রতিনিধি :::: পাইকগাছায় উপজেলার পৌরসভা, ১০টি ইউনিয়নের সাবেক – বর্তমান কাউন্সিলর ও মহিলা ইউপি সদস্য এবং সকল প্রাথমিক বিদ্যালয়ের মহিলা বিদ্যোৎসাহী সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১১টায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে (লোনা পানি কেন্দ্র) মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনা -৬ (পাইকগাছা-কয়রা)’র সংসদ সদস্য মোঃ

 

আক্তারুজ্জামান বাবু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ সরকারের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা, নারী নেতৃত্ব ও দায়িত্ব-কর্তব্য সহ নানা বিষয়ে তিনি প্রধান অতিথির বক্তৃতায় বলেন। সভায় সম্মানিত অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান  আনোয়ার ইকবাল মন্টু। সভাপতিত্ব করেন, আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউশনের প্রভাষক নিবেদিতা রানী মন্ডল। যুবলীগ নেতা আজিজুল হাকিম এর সঞ্চালনায় বক্তৃতা

 

করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমিরণ কুমার সাধু, জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস,

 

প্রধান শিক্ষক অনিতা মন্ডল, সহকারী শিক্ষক এসএম আমিনুর রহমান লিটু, কাউন্সিলর আঃ গফফার মোড়ল, যুবলীগের আকরামুল ইসলাম, শেখ রাজু, শফিকুল ইসলাম, ছাত্রলীগের রায়হান পারভেজ রনি প্রমুখ। এসময়ে উপজেলার ১০টি ইউনিয়নের সাবেক ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য বৃন্দ ও সকল প্রাথমিক বিদ্যালয়ের মহিলা বিদ্যোৎসাহী সদস্য বৃন্দ উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তৃতা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top