বাগেরহাটের রামপালে জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ

 বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার রাজনগর ইউনিয়ন থেকে উদ্বোধন করেন ,বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। এ সময়ে রামপাল উপজেলা বিএনপি নেতা আলী আশরাফ, মেহেদী হাসান মিণ্টু, ফিরোজ

 

আকুঞ্জী, বকতিয়ার হোসেন, ছাত্রদল নেতা রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি রামপাল উপজেলার ১০ ইউনিয়নে ও মংলা উপজেলার বিভিন্ন মসজিদ,মাদ্রাসা, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানের বৃক্ষ রোপন ও বিতরণ করেন। কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যের মসজিদ মাদ্রাসায় দোয়া মাহফিল ও কোরআন খতম করা হয়েছে।

 

এছাড়া ব্যাতিক্রম উদ্যোগ নিয়ে অবহেলিত ও লবনাক্ত এলাকার ১০টি ইউনিয়নের বিভিন্ন মসজিদ,মাদ্রাসা, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানের বৃক্ষ রোপন ও বিতরণ করা হয়। এসময় রামপাল উপজেলা বিএনপি নেতৃবৃন্দের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠন নেতাকর্মী বৃন্দগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top