বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার রাজনগর ইউনিয়ন থেকে উদ্বোধন করেন ,বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। এ সময়ে রামপাল উপজেলা বিএনপি নেতা আলী আশরাফ, মেহেদী হাসান মিণ্টু, ফিরোজ
আকুঞ্জী, বকতিয়ার হোসেন, ছাত্রদল নেতা রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি রামপাল উপজেলার ১০ ইউনিয়নে ও মংলা উপজেলার বিভিন্ন মসজিদ,মাদ্রাসা, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানের বৃক্ষ রোপন ও বিতরণ করেন। কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যের মসজিদ মাদ্রাসায় দোয়া মাহফিল ও কোরআন খতম করা হয়েছে।
এছাড়া ব্যাতিক্রম উদ্যোগ নিয়ে অবহেলিত ও লবনাক্ত এলাকার ১০টি ইউনিয়নের বিভিন্ন মসজিদ,মাদ্রাসা, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানের বৃক্ষ রোপন ও বিতরণ করা হয়। এসময় রামপাল উপজেলা বিএনপি নেতৃবৃন্দের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠন নেতাকর্মী বৃন্দগন উপস্থিত ছিলেন।