তেরখাদা প্রতিনিধিঃ আজ (শনিবার) বিকেল সাড়ে ৩টার দিকে তেরখাদা উপজেলার নেবুদিয়া রওজাতুল আতফাল মাদ্রাসা প্রাঙ্গণে সরকার কর্তৃক নির্ধারিত বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী ও কালিয়া উপজেলার আলোকিত বড়নালের সভাপতি মাসুদ মাহমুদকে মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাগলাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম দ্বীন ইসলাম। অনুষ্ঠানে
বক্তৃতা করেন সংবর্ধিত অতিথি ও বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী- সমাজসেবী মাসুদ মাহমুদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(ক-সার্কেল) হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন তেরখাদা থানার ওসি(তদন্ত)দেবাশীষ দাস এবং তেরখাদা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এস এম মফিজুল
ইসলাম জুম্মান। সহকারী শিক্ষক ফরিদুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন রওজাতুল আতফাল মাদ্রাসার পরিচালক মফিজুল ইসলাম। অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশিষ্ট সমাজসেবক এবং শতদল কলেজের সাবেক অধ্যক্ষ শেখ নুরুল ইসলাম দিশারী, ওলামা পরিষদের সভাপতি মাওলানা হাবিবুর রহমান,বিশিষ্ট সমাজসেবক ডাক্তার মারুফ হোসাইন, ছাগলাদাহ
ইউনিয়নের মেম্বার দেলোয়ার হোসেন, আনন্দনগর মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রহিম, শিক্ষক মাওলানা কামাল হোসেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক কর্মচারী,ছাত্র এবং আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে সংবর্ধিত অতিথি ও বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী মাসুদ মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সাথে ক্রেস্ট প্রদান করা হয়।