রূপসায় এ্যাডঃ সুজিত অধিকারী অসাম্প্রদায়িক রাজনীতির বাতিঘর বাংলাদেশ আওয়ামী লীগ

 বিজ্ঞপ্তিঃ

খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী বলেছেন অসাম্প্রদায়িক রাজনীতির বাতিঘর বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশে একক ধর্মের মানুষ নেই, সব ধর্মের মানুষ এখানে মিলেমিশে বসবাস করছে। বাংলাদেশ সরকার সব ধর্মীয় বিশ্বাসের কল্যাণের জন্য কাজ করে চলেছে। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশের

 

চেতনায় গড়ে তুলছেন যেখানে প্রতিটি মানুষের সমান অধিকার রয়েছে। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার দেশের উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে দেশে যে অভূতপূর্ন উন্নয়ন হয়েছে তা বিগত কোনো সরকারের আমলে হয় নাই। তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা বিনির্মানের ধারাবাহিকতা অব্যহত

 

রাখতে সকল ভেদাভেদ ভূলে তৃনমূলের নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে। দেশের এ উন্নয়নে ইর্ষান্বিত হয়ে বিএনপি জামাত স্বাধীনতা বিরোধী চক্রকে সঙ্গে নিয়ে সরকার পতনের অশুভ পায়তারা করছে। এ কারণে আমাদের জনগনকে সাথে নিয়ে বিরোধী চক্রের সকল ষড়যন্ত্রের কঠোর জবাব দিতে হবে। তিনি ২ জুন শুক্রবার বিকালে ঘাটভোগ ইউনিয়নের গোয়াড়া সার্বজনীন শীতলা মন্দির আয়োজিত মতুয়া

 

সম্প্রদায়ের মহাৎসব অনুষ্ঠানে সমাপনী দিনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সমাজসেবক রমা অধিকারী। মহাৎসব উদযাপন কমিটির সভাপতি বিবেক বৈরাগী ও সাধারণ সম্পাদক অশোক মহলীর

 

পরিচালনায় বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা শ্রীবাস মহলী,শিবনাথ দাস, উত্তম বিশ্বাস, তাপস বিশ্বাস,কৃষকলীগ নেতা জয়দেব সরকার, নীলমনি বিশ্বাস, বিকাশ দাস, নিরঞ্জন মহলী, পলাশ ঢালী, কৌশিক দাস, কর্ন বিশ্বাস, অরুন মালাকার, জোতি প্রকাশ দাস, মৃদুল দাস প্রমূখ। বার্তা প্রেরক এম এ রিয়াজ কচি, দপ্তর সম্পাদক, খুলনা জেলা আওয়ামী লীগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top